সোমবার- ২০ অক্টোবর, ২০২৫

রাজস্থলীতে পাহাড়ি সন্ত্রাসীদের দু‘পক্ষের গোলাগুলি

রাজস্থলীতে পাহাড়ি সন্ত্রাসীদের দু‘পক্ষের গোলাগুলি

রাঙামাটি পার্বত্যজেলার রাজস্থলী উপজেলার দুর্গম গাইন্দা ইউনিয়নের মাঝামাঝি ও বাঙ্গালহালিয়া আগাপাড়া ম্রংখ্যপাড়ায় পাহাড়ি সন্ত্রাসীদের মধ্যে ব্যাপক গুলিবিনিময়ের ঘটনা ঘটেছে। আধিপত্য বিস্তারে গোলাগুলির এই ঘটনা ঘটেছে। তবে এ ঘটনায় তৎক্ষণিকভাবে কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।

শনিবার (২০ জানুয়ারি) সকালে গোলাগুলির এ ঘটনা ঘটেছে বলে দাবি স্থানীয়দের। ওই ঘটনায় দু‘পক্ষের প্রায় ১ হাজার রাউন্ডের বেশি গুলি বিনিময় হয়েছে বলে ধারণা করা হচ্ছে। ঘটনার পর থেকে এলাকায় জনমনে আতঙ্ক বিরাজ করছে।

আরও পড়ুন :  বাড়ি-গাড়ি, জাহাজ-লরি সবই আছে যমুনা অয়েলের গেজার জয়নালের!

চন্দ্রঘোনা থানার অফিসার ইনচার্জ (ওসি) আনসারুল করিম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, সকালে আঞ্চলিক দুই দলের মধ্যে ঘণ্টা দুয়েক গুলি বিনিময়ের ঘটনা ঘটে। ওই এলাকার পরিস্থিতি থমথমে রয়েছে। তবে কী পরিমাণ গুলি বিনিময় হয়েছে তার সঠিক তথ্য আমরা এখনো পাইনি। তবে কেউ কেউ বলছে ৩-৪শ আবার কেউ বলছে ১ হাজার রাউন্ডের বেশি।’

আরও পড়ুন :  চট্টগ্রামে জাবেদ-ওয়াসিকাসহ ১৩৮ জনের বিরুদ্ধে মামলা

ওসি আরও বলেন, আমি যতটুকু জানি আধিপত্য বিস্তারের লড়াইয়ে পাহাড়ের আঞ্চলিক সংগঠন জেএসএস সন্তু লারমার নেতৃত্বাধীন (জেএসএস) এবং মারমা ন্যাশনাল পার্ট (এমএনপি/মগপার্টি) এর মধ্যে ওই গোলাগুলির ঘটনা ঘটেছে।

তবে এ বিষয়ে দুই আঞ্চলিক সংগঠনের কারো বক্তব্য পাওয়া যায়নি।

ঈশান/খম/সুম

আরও পড়ুন

You cannot copy content of this page