শুক্রবার- ৫ ডিসেম্বর, ২০২৫

রামু বৌদ্ধ বিহারে আগুন, পুড়েছে সিঁড়ি

রামুতে বৌদ্ধ বিহারে আগুন, পুড়েছে সিঁড়ি

“ঘটনার সূত্র ও কারণ অনুসন্ধানে সিসিটিভি ফুটেজ সংগ্রহ করা হয়েছে। সিসিটিভিতে রাত ২টা ৯ মিনিটে এক ব্যক্তিকে হেঁটে যেতে দেখা গেছে। এ ঘটনা নাশকতা কি না, তা নিশ্চিত হতে কাজ করছে পুলিশ”

কক্সবাজারের রামু সদর বৌদ্ধ বিহারে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। শুক্রবার দিবাগত রাত ২টার দিকে উপজেলার চেরাংঘাটার বড় ক্যাংয়ে এই আগুন লাগে। এতে বৌদ্ধ বিহারের কাঠের তৈরি একটি সিঁড়ি পুড়ে যায়। এ ঘটনা নাশকতা কি না, তা নিশ্চিত হতে কাজ করছে পুলিশ।

আরও পড়ুন :  বৈদেশিক সরঞ্জাম কেনাকাটায় ইন্ডিয়ান কোম্পানির দাপট

শনিবার (৬ জানুয়ারি) সকালে ঘটনাস্থল পরিদর্শন করেছেন কক্সবাজারের পুলিশ সুপার মোহাম্মদ মাহফুজুল ইসলাম ও অতিরিক্ত পুলিশ সুপার মো. রফিকুল ইসলাম।

তিনি বলেন, ঘটনার সূত্র ও কারণ অনুসন্ধানে সিসিটিভি ফুটেজ সংগ্রহ করা হয়েছে। সিসিটিভিতে রাত ২টা ৯ মিনিটে এক ব্যক্তিকে হেঁটে যেতে দেখা গেছে। এ ঘটনা নাশকতা কি না, তা নিশ্চিত হতে কাজ করছে পুলিশ।

আরও পড়ুন :  বৈদেশিক সরঞ্জাম কেনাকাটায় ইন্ডিয়ান কোম্পানির দাপট

রামু থানার ওসি আবু তাহের দেওয়ান জানান, শুক্রবার রাতে চেরাংঘাটায় অবস্থিত রাখাইন সম্প্রদায়ের দেড়শ বছরের পুরোনো কাঠের তৈরি উসাইচেন বৌদ্ধ বিহারের (বড় ক্যাং) পুরোহিতসহ অন্যরা প্রতিদিনের মতো ঘুমিয়ে পড়েন। রাত ২টার দিকে আকস্মিক আগুন লেগে যায়। এ সময় বৌদ্ধ বিহারের ভেতরে অবস্থানকারীদের চিৎকারে এলাকাবাসী এগিয়ে এসে আগুন নেভানোর চেষ্টা চালায়। পরে খবর পেয়ে রামু ফায়ার সার্ভিসের কর্মীরা এসে আগুন নিয়ন্ত্রণে আনেন।

আরও পড়ুন :  বৈদেশিক সরঞ্জাম কেনাকাটায় ইন্ডিয়ান কোম্পানির দাপট

ওসি বলেন, আগুনে বৌদ্ধ বিহারটির ভেতরের কাঠের তৈরি একটি সিঁড়ি পুড়ে গেছে। তবে তাৎক্ষণিক আগুন নিভিয়ে ফেলতে সক্ষম হওয়ায় বড় ক্ষয়ক্ষতি এড়ানো সম্ভব হয়েছে। তবে আগুনের সূত্রপাত কীভাবে হয়েছে তা এখনো নিশ্চিত হওয়া যায়নি। রাতে ঘটনাটি শোনার পরপরই পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। বৌদ্ধ বিহারসহ আশপাশের সব সিসিটিভি ফুটেজ সংগ্রহ করে পুলিশ ঘটনার অনুসন্ধান করছে।

ঈশান/সুপ/সুম

আরও পড়ুন

You cannot copy content of this page