
চট্টগ্রামে আগামী বছরের ১৩ থেকে ১৬ ফেব্রুয়ারি চার দিনব্যাপী অনুষ্ঠিত হবে রিহ্যাব চট্টগ্রাম ফেয়ার-২০২৫। চট্টগ্রামের পাঁচ তারকা হোটেল রেডিসন ব্লু চিটাগং বে ভিউতে জাঁকজমকভাবে অনুষ্ঠিত হবে রিহ্যাব ফেয়ার।
গত ১৪ ডিসেম্বর শনিবার রিহ্যাব চট্টগ্রাম রিজিয়নের ২৫তম সাধারণ সভায় এই সিদ্ধান্ত নেওয়া হয়। রিহ্যাবের ভাইস প্রেসিডেন্ট ও রিহ্যাব চট্টগ্রাম রিজিয়নাল কমিটির চেয়ারম্যান হাজি দেলোয়ার হোসেন এ তথ্য নিশ্চিত করেন। ২৫ তম সাধারণ সভায় সভাপতিত্ব করেন তিনি।
তিনি জানান, রিহ্যাব চট্টগ্রাম ফেয়ার ২০২৫ সার্বিকভাবে সফল করতে সব ধরনের প্রস্তুতি নেওয়া হচ্ছে। এবারের রিহ্যাব ফেয়ার জাঁকজমকভাবে অনুষ্ঠিত হবে।