রবিবার- ১৮ জানুয়ারি, ২০২৬

লন্ডনে এবার মিললো টিউলিপের ছোট বোন রূপন্তির ফ্ল্যাট

লন্ডনে এবার মিললো টিউলিপের ছোট বোন রূপন্তির ফ্ল্যাট

কের পর এক দুর্নীতি আর অনিয়মের খবরে বিতর্ক যেন কাটছেই না ব্রিটিশ রাজনীতির গুরুত্বপূর্ণ ইস্যু লেবার পার্টির টানা চারবারের এমপি টিউলিপ সিদ্দিকির। এবার ছোট বোন আজমিনা সিদ্দিক রূপন্তিকে উপহার দেওয়া ফ্ল্যাটে বসবাসের অভিযোগ উঠেছে তার বিরুদ্ধে।

লন্ডনের অভিজাত এলাকা কিংস ক্রসের পর এবার হাইগেটেও মিললো তাদের দেওয়া বিনামূল্যের ফ্ল্যাটের খবর। এ বিষয়ে অনুসন্ধানী প্রতিবেদন প্রকাশ করেছে প্রভাবশালী ব্রিটিশ গণমাধ্যম দ্য সানডে টাইমস। এতে বলা হয়, ২০০৯ সালে শেখ রেহানার ছোট মেয়ে আজমিনা সিদ্দিক রূপন্তিকে হ্যাম্পস্টেডের ওই ফ্ল্যাটটি কোনোরকম আর্থিক বিনিময় ছাড়াই হস্তান্তর করেন বাংলাদেশি আইনজীবী মঈন গনি।

আরও পড়ুন :  এনসিপি নেতা হাসনাত আবদুল্লাহ ও মাহিনের ওপর হামলা

অভিযোগ ছোটবোন আজমিনা সিদ্দিক রূপন্তির নামে থাকলেও হ্যাম্পস্টেডের ফিঞ্চলে রোডের ওই ফ্ল্যাটে বসবাস শুরু করেন খোদ শেখ রেহানা কন্যা টিউলিপ সিদ্দিক। তবে সময়কাল উল্লেখ করা হয়নি প্রতিবেদনে। ২০১২ সালে কোম্পানি হাউসের নথিতে ফ্ল্যাটটিকে নিজের ঠিকানা হিসেবে অন্তর্ভূক্ত করেন টিউলিপ।

২০১৪ সালেও একটি অলাভজনক প্রতিষ্ঠানের ট্রাস্টি থাকাকালীন উত্তর লন্ডনের এই ঠিকানা ব্যবহার করেন শেখ মুজিবুর রহমানের নাতনি। ২০১৬ সালেও উপহার পাওয়া ওই ফ্ল্যাটের ঠিকানা ব্যবহার করেন টিউলিপের স্বামী ক্রিশ্চিয়ান পার্সি।এমন দাবি সানডে টাইমসের।

আরও পড়ুন :  জয়ের পথে বিএনপির প্রার্থী মীর হেলাল

এ বিষয়ে কোনো মন্তব্য করতে রাজি হননি ক্ষমতাচ্যুত শেখ হাসিনার ভাগ্নি টিউলিপ সিদ্দিক। তবে তার ঘনিষ্ঠ সূ্ত্রের বরাতে গণমাধ্যমটি জানিয়েছে, কেবল একটি নির্দিষ্ট সময়ের জন্যই বোনের ফ্ল্যাটটিতে বসবাস করেছিলেন টিউলিপ।

অক্সফোর্ড ইউনিভার্সিটিতে পড়াকালীন শেখ হাসিনার ঘনিষ্ঠ বাংলাদেশি মঈন গণির কাছ থেকে ফ্ল্যাটটি পান আজমিনা সিদ্দিক রূপন্তি। যা সাড়ে ছয় লাখ ইউরোর বিনিময়ে বিক্রি করেন ২০২১ সালে। বলা হয়, এই মঈন যুক্তরাজ্যে বাংলাদেশের পরামর্শ হিসেবে কাজ করেছেন।

আরও পড়ুন :  চট্টগ্রামে তারেক রহমানের জনসভা রবিবার

এর আগে ৪১ বছর বয়সী টিউলিপের বিরুদ্ধে আওয়ামী লীগ ঘনিষ্ঠ ব্যবসায়ী আবদুল মোতালিফের কাছ থেকে বিনামূল্যে ফ্ল্যাট নেয়ার খবর ছাপা হয় ব্রিটিশ গণমাধ্যমে।

ঈশান/খম/বেবি

আরও পড়ুন

You cannot copy content of this page