শনিবার- ১৮ অক্টোবর, ২০২৫

শাহজালালের কার্গো ভিলেজে আগুন, ৮ বিমান চট্টগ্রামে

শাহজালালের কার্গো ভিলেজে আগুন, ৮ বিমান চট্টগ্রামে

কার্গো ভিলেজে অগ্নিকান্ডের ঘটনায় রাজধানীর শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ না করে আটটি বিমান জরুরি অবতরণ করেছে চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমান বন্দরে। এর মধ্যে ৬টি আন্তর্জাতিক ও দুটি অভ্যন্তরীণ রুটের বিমান রয়েছে।

শনিবার (১৮ অক্টোবর) বিকেল ৫টার মধ্যে এসব বিমান অবতরণ করে বলে জানান চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে জনসংযোগ কর্মকর্তা প্রকৌশলী মোহাম্মদ ইব্রাহীম খলিল।

আরও পড়ুন :  চট্টগ্রামে জাবেদ-ওয়াসিকাসহ ১৩৮ জনের বিরুদ্ধে মামলা

তিনি জানান, বিকেল সাড়ে ৪টা পর্যন্ত প্রথম দফায় আসা দুটি আন্তর্জাতিক বিমানের মধ্যে একটি ইউএস বাংলা এয়ারলাইনসের ফ্লাইট, যেটি ব্যাংকক থেকে ঢাকায় অবতরণের জন্য আসে। আরেকটি মধ্যপ্রাচ্য থেকে ঢাকার উদ্দেশে আসা এয়ার এরাবিয়ার ফ্লাইট।

এছাড়া, দুটি অভ্যন্তরীণ রুটের বিমান চট্টগ্রাম থেকে ঢাকায় গিয়ে অবতরণ করতে না পেরে শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে ফিরে আসে। দ্বিতীয় দফায় বিকেল ৫টার মধ্যে আসা চার বিমানের মধ্যে ইউএস বাংলা এয়ারলাইনসের দুটি ও বাংলাদেশ বিমানের দুটি আন্তর্জাতিক রুটের ফ্লাইট।

আরও পড়ুন :  মাশুল বাড়ায় বন্ধ প্রাইভেট ট্রেইলার, পণ্য পরিবহনে অচলাবস্থা

এর আগে শনিবার বেলা আড়াইটার দিকে রাজধানীর শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের কার্গো ভিলেজে (পণ্য রাখার স্থান) আগুন লাগে। কার্গো ভিলেজের যে অংশে আগুন লেগেছে সেখানে আমদানি করা পণ্য মজুত রাখা হয়।

আগুন নিয়ন্ত্রণে বাংলাদেশ সিভিল অ্যাভিয়েশনসহ ফায়ার সার্ভিস, সেনাবাহিনী, বিমানবাহিনীর দুটি ফায়ার ইউনিট এবং দুই প্লাটুন বিজিবি কাজ করছে। কার্গো ভিলেজে অগ্নিকান্ডের ঘটনায় বিকেল পৌনে ৪টার দিকে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে সবধরনের বিমান ওঠানামা সাময়িকভাবে স্থগিত ঘোষণা করে কর্তৃপক্ষ।

আরও পড়ুন :  ২৫ ঘণ্টা পুড়ে নিভল সিইপিজেডে পোশাক কারখানার আগুন

ঈশান/মখ/মসু

আরও পড়ুন

জনপ্রিয়

You cannot copy content of this page