রবিবার- ২০ এপ্রিল, ২০২৫

সংস্কারে বাংলাদেশি ছবি থেকে বাদ টলিউড নায়িকা ঋতুপর্ণা

সংস্কারে বাংলাদেশি ছবি থেকে বাদ টলিউড নায়িকা ঋতুপর্ণা

লিউড অভিনেত্রী ঋতুপর্ণা সেনগুপ্তের একসময় নিয়মিত যাতায়াত ছিল ঢালিউডে। পেয়েছিলেন বাংলাদেশের দর্শকদের জনপ্রিয়তাও। গত জুলাইয়ে তিনি চুক্তিবদ্ধ হন ‘তরী’ নামের একটি সিনেমায়। কিন্তু নতুন খবর হচ্ছে ছবিটি থেকে বাদ দেওয়া হয়েছে ঋতুপর্ণাকে। তার স্থলাভিষিক্ত হয়েছেন পশ্চিমবঙ্গের আরেক অভিনেত্রী শ্রীলেখা মিত্র।

খবরটি নিশ্চিত করেছেন পরিচালক রাশিদ পলাশ নিজেই। এ প্রসঙ্গে জানতে চাইলে পরিচালক রাশিদ পলাশ বিষয়টি নিয়ে কথা বলতে তেমন আগ্রহ প্রকাশ করলেন না। তবে ঋতুপর্ণাকে বাদ দেওয়াকে প্রয়োজনীয় সংস্কার বলে উল্লেখ করেছেন তিনি। তিনি বলেন, ‘বিষয়টি এরকম না আবার অনেকটা এরকম। আসলে চাইনি এ নিয়ে কোনো বিতর্ক হোক। সে কারণেই প্রয়োজনীয় সংস্কার।

তবে খবর রটেছে, চিত্রনায়ক ও সাবেক সংসদ সদস্য ফেরদৌস আহমেদের সঙ্গে বন্ধুত্ব ঋতুপর্ণার। দুজনে একসঙ্গে একাধিক সিনেমায় কাজ করেছেন। বিষয়টি নতুনভাবে সামনে আসাতেই বাদ দিতে হয়েছে এ অভিনেত্রীকে। সেপ্টেম্বরের শেষের দিকে এই বাদ দেওয়ার গুঞ্জন উঠেছিল গেল। সেসময় রাশিদ পলাশ বলেছিলেন, ‘ঋতুপর্ণাকে ছাড়াই কাজটি করব এরকম কিছু এখনও আমরা স্থির করিনি।

বলেছি, আমরা ঋতুপর্ণাকেই চাই। তাকে নিয়েই কাজ করব কিন্তু যদি নিরাপত্তাজনিত সমস্যা দেখা দেয় কিংবা পরিস্থিতির কারণে ছবিটি ঝুলে যায় তখন হয়তো আমরা ভিন্ন কিছু ভাবব। সবমিলিয়ে পরিকল্পনায় এখনও ঋতুপর্ণাই আছেন। তবে পরিস্থিতি যদি পক্ষে না আসে তাহলে অন্য কাউকে ভাবতেই হবে।

পরিচালক জানান, গত শনিবার কলকাতা থেকে ফিরেছেন তিনি। শ্রীলেখা মিত্রের বিষয়টি চূড়ান্ত করতেই সেখানে গিয়েছিলেন। ঋতুপর্ণার শূন্যস্থান পূরণ করলেও শ্রীলেখা যুক্ত হওয়ার পর চরিত্রটির পরিধি বাড়ছে বলে জানান পরিচালক।

ঈশান/খম/সুম

আরও পড়ুন

No more posts to show

You cannot copy content of this page