রবিবার- ২০ এপ্রিল, ২০২৫

সিনেমার আপত্তিকর কনটেন্ট তৈরি, জিডি করলেন অপু বিশ্বাস

নিজের পরিচালিত সিনেমার পাইরেসি ও আপত্তিকর কনটেন্ট তৈরির অভিযোগ এনে রাজধানীর ভাটারা থানায় জিডি করেছেন চিত্রনায়িকা অপু বিশ্বাস। এর আগে তিনি ডিবিতে অভিযোগ করেন।

রোববার (০৬ আগস্ট) রাতে বিষয়টি নিশ্চিত করেছেন ভাটারা থানার ওসি এ ডি এম আসাদুজ্জামান। তিনি জানান, অপু বিশ্বাস একটি জিডি করেছেন। তিনি সেই জিডিতে তার সিনেমার পাইরেসি ও তা নিয়ে আপত্তিকর মন্তব্যের সুনির্দিষ্ট তথ্য তুলে ধরেছেন। বিষয়টি পুলিশ তদন্ত করবে বলেও জানান তিনি।

এর আগে ডিবি কার্যালয় থেকে বের হয়ে অপু বিশ্বাস বলেন, লাল শাড়ি ছবিটি আমার অনেক কষ্টের। এই ছবিটি নিয়ে পাইরেসির কথা বলতে আমি ডিবিতে এসেছি। আর পাশাপাশি আপনারা জানেন যে সামাজিক যোগাযোগ মাধ্যমে সাইবার বুলিংটা অনেক বেড়ে গেছে। কারণে-অকারণে ভিউয়ার্স বাড়ানোর আশায় সাইবার বুলিং করছেন। আর এটা মানুষের স্বাভাবিক জীবনকে বাধাগ্রস্থ করে, যা কোনোভাবেই কাম্য নয়। কারণ আমরা সবাই পরিবার নিয়ে বসবাস করি। আমাদের একটি অবস্থান আছে। হয়তো আমরা চিত্রনায়িকা কিন্তু বিভিন্ন সময়ে অনেক নিউজের কারণে আমাদের নানা পরিস্থিতির সম্মুখীন হতে হয়।

এই চিত্রনায়িকা বলেন, আমি সাইবার বুলিং এর বিরুদ্ধে একটি সুষ্ঠু বিচার চেয়ে আবেদন করেছি। সাইবার ক্রাইমে যারা আছেন তারা আমাকে খুব সুন্দরভাবে আশ্বস্ত করেছেন। আরও একটা কথা বলতে চাই, আমরা আর্টিস্টরা বিভিন্ন দেশে যাই। সেখানে দেশের প্রতিনিধিত্ব করি। এরকমটা হলে আমাদের ইমেজ ক্ষতিগ্রস্ত হয়।

লাল-শাড়ি সিনেমাটির নির্মাতা তিনি। এটি একটি অনুদানের ছবি জানিয়ে অপু বলেন, ভিউ বাড়ানোর প্রতিযোগিতার কারণে আমাদের নানা ধরণের পরিস্থিতির শিকার হতে হয়। সাইবার বুলিংয়ের নেতিবাচক প্রভাব খুবই ভয়াবহ হয়ে উঠেছে।

আরও পড়ুন

No more posts to show

You cannot copy content of this page