শুক্রবার- ৫ সেপ্টেম্বর, ২০২৫

হাছান মাহমুদের ভাইয়ের কবজা থেকে আরও ১৫ একর বনের জমি উদ্ধার

হাছান মাহমুদের ভাইয়ের কবজা থেকে আরও ১৫ একর বনের জমি উদ্ধার

ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ সরকারের সাবেক পররাষ্ট্রমন্ত্রী ড. হাছান মাহমুদের ছোট ভাই এরশাদ মাহমুদের অবৈধ দখলে থাকা চট্টগ্রাম দক্ষিণ বনবিভাগের খুরুশিয়া রেঞ্জের আরও ১৫ একর বনের জমি উদ্ধার করা হয়েছে।

মঙ্গলবার উপজেলার পদুয়া ইউনিয়নের সুখবিলাস গ্রামে অভিযান চালিয়ে এই জমিগুলো উদ্ধার করেন বনবিভাগের লোকজন। এর আগে সোমবার এরশাদ মাহমুদের কবলে থাকা ৫৫ একর বনের জায়গা উদ্ধার করা হয়েছিল। যেখানে তিনি একাধিক পুকুর ছাড়াও গড়ে তুলেছিলেন গরু ও গয়াল খামার এবং অন্য একটি স্পটে রেস্টুরেন্ট ও পার্ক।

আরও পড়ুন :  আগস্টে লুট হওয়া অস্ত্র শনাক্ত করা যাচ্ছে না

বনবিভাগ সূত্র জানায়, হাছান মাহমুদের মন্ত্রীত্বের প্রভাব খাটিয়ে গত ১৬ বছর ধরে জায়গাগুলো এরশাদ মাহমুদ অবৈধভাবে দখলে রেখে ভোগ করে আসছিল। গত ৫ আগস্ট সরকার পতনের পর হারুন নামে স্থানীয় এক ব্যক্তি কাঁটাতারের বেড়া দিয়ে জায়গাগুলো দখলে নিয়ে নেয়। যেখানে একটি পুকুরও ছিল। অভিযানকালে এই কাঁটাতারের বেড়াগুলো উচ্ছেদ করা হয় এবং পুকুরের পানি ছেড়ে দিয়ে দখলমুক্ত করা হয়।

আরও পড়ুন :  চামড়া যাদের শক্ত সেসব মেয়েদের জন্য এই রঙিন জীবন : বর্ষা

বনবিভাগের খুরুশিয়া রেঞ্জ কর্মকর্তা মোহাম্মদ আশরাফুল ইসলাম জানান, দুইদিনে হাছান মাহমুদের ভাই এরশাদ মাহমুদের কবল থেকে মোট ৭০ একর বনের জায়গা উদ্ধার করা হয়েছে। উচ্ছেদকৃত জায়গায় বনায়ন করা হবে বলে জানান তিনি। এছাড়া রাঙ্গুনিয়া উপজেলার ইছাখালী এলাকায় হাছান মাহমুদের দখলে থাকা বনবিভাগের মালিকানাধীন জায়গাসহ অন্যান্য জায়গাও পর্যায়ক্রমে উচ্ছেদ করা হবে বলে জানান তিনি।

আরও পড়ুন :  আমানত থেকে কর্মীদের বেতন দিচ্ছে ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক!

ঈশান/মখ/সুপ

আরও পড়ুন