বৃহস্পতিবার- ১৭ এপ্রিল, ২০২৫

হাছান মাহমুদ ও স্ত্রীর একাউন্ট থেকে ৭২৩ কোটি টাকা পাচার

হাছান মাহমুদ ও স্ত্রীর একাউন্ট থেকে ৭২৩ কোটি টাকা পাচার

সাবেক পররাষ্ট্রমন্ত্রী ও আওয়ামী লীগের যুগ্ন সাধারণ সম্পাদক  ড..হাছান মাহমুদের স্ত্রী নূরান ফাতেমার নামে থাকা ৫৬টি ব্যাংক একাউন্টে ৬৮৩ কোটি টাকা পাচার হয়েছে। হাছান মাহমুদের ৯টি ব্যাংক একাউন্ট থেকে পাচার হয়েছে ৩৯ কোটি ৭৬ লাখ ৩৭ হাজার ৫৬৭ টাকা। 

এই দম্পতির বিরুদ্ধে দুবাই, অস্ট্রেলিয়া, যুক্তরাজ্যসহ বিভিন্ন দেশে বিপুল পরিমাণ অর্থ পাচারের প্রমাণ পেয়েছে দুদক। জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগে এই দম্পতির বিরুদ্ধে পৃথক দুটি মামলা করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

রোববার (৬ এপ্রিল) এই মামলা করা হয়। রাজধানীর সেগুনবাগিচায় দুদকের প্রধান কার্যালয়ে সংস্থাটির চেয়ারম্যান আবদুল মোমেন এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান।

দুদক চেয়ারম্যান বলেন, ১ কোটি ১১ লাখ ৫৫ হাজার ৩১৮ টাকার জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগে হাছান মাহমুদের বিরুদ্ধে মামলাটি করা হয়েছে। তার ৯টি ব্যাংক হিসাবে ৩৯ কোটি ৭৬ লাখ ৩৭ হাজার ৫৬৭ টাকার সন্দেহজনক লেনদেন হয়েছে।

অন্যদিকে হাছান মাহমুদের স্ত্রী নূরান ফাতেমার বিরুদ্ধে মামলায় ৫ কোটি ৫২ লাখ ৭৬ হাজার টাকার জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগ আনা হয়েছে। তার নামে থাকা ৫৬টি ব্যাংক হিসাবে ৬৮৩ কোটি ১৫ লাখ ৩৭ হাজার ৫৫৪ টাকার সন্দেহজনক লেনদেন হয়েছে বলে জানান দুদক চেয়ারম্যান আবদুল মোমেন।

ঈশান/খম/সুম

আরও পড়ুন

No more posts to show

You cannot copy content of this page