রবিবার- ২০ এপ্রিল, ২০২৫

হাটহাজারীতে বিএনপির ৩ নেতা বহিষ্কার

ট্টগ্রামের হাটহাজারী উপজেলা নির্বাচনে দলীয় সিদ্ধান্ত উপেক্ষা করে চেয়ারম্যান প্রার্থী (মোটরসাইকেল প্রতীক) এসএম রাশেদুল আলমের পক্ষে প্রকাশ্যে নির্বাচনি সভা ও মিছিলে অংশ নেওয়ায় বিএনপির তিন নেতাকে বহিষ্কার করা হয়েছে।

সোমবার (২০ মে) হাটহাজারী পৌরসভা বিএনপির যুগ্ম আহ্বায়ক আব্দুল মান্নান দৌলত স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে বিষয়টি জানানো হয়।

বহিষ্কৃত নেতারা হলেন- হাটহাজারী পৌরসভার ৭নং ওয়ার্ড বিএনপির সভাপতি আনোয়ার হোসেন তালুকদার, একই ওয়ার্ডের সাবেক সদস্য সচিব ফখরুল ইসলাম এবং সাবেক যুগ্ম আহ্বায়ক মো. শরিফ।

বিজ্ঞপ্তিতে বলা হয়, চলমান আন্দোলনের অংশ হিসেবে ভোটাধিকার, গণতন্ত্র পুনরুদ্ধারের জন্য উপজেলা নির্বাচন বর্জন করেছে বিএনপি। অথচ চট্টগ্রামের হাটহাজারী উপজেলা নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী ও আওয়ামী লীগ নেতা এস এম রাশেদুল আলমের পক্ষে নির্বাচনি প্রচারণায় অংশ নিয়ে তারা দলীয় সিদ্ধান্ত উপেক্ষা করেছেন। যার প্রমাণ দপ্তরে সংরক্ষিত আছে।

হাটহাজারী পৌরসভা বিএনপির সদস্য সচিব অহিদুল আলম বলেন, উপজেলা নির্বাচনে চেয়ারম্যান প্রার্থীর নির্বাচনি সভা ও মিছিলে অংশগ্রহণের বিষয়ে তাদের বিরুদ্ধে সুনির্দিষ্ট অভিযোগ পাওয়া গেছে। এর মধ্যদিয়ে তারা দলীয় সিদ্ধান্ত উপেক্ষা করেছেন। এর পরিপ্রেক্ষিতে তাদেরকে বিএনপির সদস্যপদসহ সব পর্যায়ের পদ থেকে বহিষ্কার করা হয়েছে।

ঈশান/খম/সুপ

আরও পড়ুন

No more posts to show

You cannot copy content of this page