রবিবার- ১৪ ডিসেম্বর, ২০২৫

হাদির ওপর হামলার প্রতিবাদে উত্তাল চট্টগ্রাম

হাদির ওপর হামলার প্রতিবাদে উত্তাল চট্টগ্রাম

নকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদির ওপর গুলিবর্ষণের প্রতিবাদে উত্তাল হয়ে উঠেছে বন্দরনগরী চট্টগ্রাম। ইসলামি ছাত্র শিবিরের নেতাকর্মীরা বিক্ষোভে ফেটে পড়েন।

শুক্রবার (১২ ডিসেম্বর) দিবাগত রাত ৯ টার দিকে চট্টগ্রাম মহানগরীর দেওয়ানহাট মোড় থেকে আগ্রাবাদ পর্যন্ত বিক্ষোভ করেন তারা। এসময় হাদি, হাদি ¯ে¬াগানে উত্তাল হয়ে ওঠে বন্দরনগরীর রাজপথ।

বিক্ষোভে অংশ নেন ইসলামি ছাত্র শিবির চট্টগ্রাম মহানগর দক্ষিণ শাখার সভাপতি মাইমুনুল ইসলাম মামুন, চট্টগ্রাম-১০ আসনের প্রার্থী শামসুজ্জামান হেলালী, সাবেক মহানগর সভাপতি ইমরানুল হক এবং মোহাম্মদ ফায়েদ।

মিছিল শেষে সংক্ষিপ্ত সমাবেশে বক্তারা শরীফ ওসমান হাদির ওপর হামলার তীব্র নিন্দা জানিয়ে বলেন, ন্যায়বিচার প্রতিষ্ঠার স্বার্থে হামলাকারীদের দ্রুত গ্রেপ্তার ও শাস্তির আওতায় আনতে হবে। পাশাপাশি শান্তিপূর্ণ রাজনৈতিক কর্মসূচিতে বাধা সৃষ্টির যেকোনো প্রচেষ্টার বিরুদ্ধে সংগঠনের পক্ষ থেকে দৃঢ় অবস্থানের কথা পুনর্ব্যক্ত করা হয়।

আরও পড়ুন :  চিকিৎসকদের অংশগ্রহণে চট্টগ্রামে অনুষ্ঠিত হবে কার্ডিকন‘২৫

এর আগে শুক্রবার সন্ধ্যায় বীর চট্টলার ছাত্র-জনতা ব্যানারে নগরীর দুই নম্বর গেট এলাকা থেকে মিছিল নিয়ে ওয়াসা মোড়ের দিকে যান। সেখানেও তারা হাদি, হাদি স্লোগানে বিক্ষোভ করেন।

মিছিলে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) কেন্দ্রীয় যুগ্ম সদস্যসচিব সাগুফতা বুশরা মিশমা, চট্টগ্রাম নগরীর সমন্বয়কারী রিদুয়ান হৃদয়সহ নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

এছাড়া ইনকিলাব মঞ্চ, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতারাও উপস্থিত ছিলেন। মিছিল শুরুর আগে নেতারা বলেন, ফ্যাসিবাদী শক্তিরা দেশে এখনো সন্ত্রাসী কার্যক্রম চালিয়ে যাচ্ছে। তাদের বিচারের আওতায় আনতে হবে।

এদিকে ক্যা¤পাসে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (চাকসু)। কর্মসূচিতে বক্তব্য দেন চাকসুর সহসভাপতি (ভিপি) মো. ইব্রাহীম রনি, সাধারণ স¤পাদক (জিএস) সাঈদ বিন হাবিব।

আরও পড়ুন :  আওয়ামী লীগ নেত্রির বক্তব্যে সমালোচনার ঝড় চট্টগ্রামে

মিছিলে আরও উপস্থিত ছিলেন চাকসুর বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিষয়ক স¤পাদক মো. মাহবুবুর রহমান, মুক্তিযুদ্ধ ও গণতান্ত্রিক আন্দোলন বিষয়ক স¤পাদক মো. মোনায়েম শরীফ, ক্যারিয়ার ডেভেলপমেন্ট ও আন্তর্জাতিক বিষয়ক স¤পাদক মেহেদী হাসান, পাঠাগার ও ক্যাফেটেরিয়া বিষয়ক স¤পাদক মাসুম বিল্লাহ, নির্বাহী সদস্য সোহানুর রহমান ও সোহরাওয়ার্দী হল সংসদের সহসভাপতি মো. নিয়মিত উল্লাহ।

এছাড়া শুক্রবার দিনগত রাতে সাতকানিয়া উপজেলার কেরানীহাট এলাকায় চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে ইসলামী ছাত্রশিবির। চট্টগ্রাম জেলা দক্ষিণ শাখা ছাত্রশিবির এ কর্মসূচি পালন করে ।

মিছিলের নেতৃত্ব দেন সংগঠনের কেন্দ্রীয় কার্যকরী পরিষদের সদস্য ও জেলা সভাপতি আসিফুল্লাহ মুহাম্মদ আরমান। মিছিলটি মহাসড়ক প্রদক্ষিণ শেষে সংক্ষিপ্ত সমাবেশে মিলিত হয়।

আরও পড়ুন :  ভারতের পেঁয়াজেও ইতিবাচক প্রভাব নেই চট্টগ্রামে

সমাবেশে আসিফুল্লাহ মুহাম্মদ আরমান বলেন, জুলাই আন্দোলনের সাহসী যোদ্ধার ওপর এই নৃশংস হামলা রাজনৈতিক সহনশীলতার ঘাটতির ¯পষ্ট উদাহরণ। আমরা এ ঘটনার তীব্র নিন্দা জানাই এবং দ্রুত বিচার দাবি করছি।

ঘটনাটিকে উদ্দেশ্যপ্রণোদিত আখ্যা দিয়ে জেলা দক্ষিণের সাবেক সভাপতি আয়ুব আলী বলেন, “গণতান্ত্রিক আন্দোলনকে স্তব্ধ করতে একটি মহল পরিকল্পিতভাবে এমন হিংসাত্নক পরিস্থিতি তৈরি করছে।

মিছিলে জেলা সেক্রেটারি ডি এম আসহাব উদ্দিনসহ বিভিন্ন উপজেলা শাখার নেতৃবৃন্দ ও পাঁচ শতাধিক নেতাকর্মী উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, শুক্রবার দুপুরে রাজধানীর বিজয়নগর এলাকায় ঢাকা-৮ আসনের সম্ভাব্য স্বতন্ত্র প্রার্থী ও ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদি গুলিবিদ্ধ হন।

ঈশান/খম/সুম

আরও পড়ুন

You cannot copy content of this page