সোমবার- ২০ অক্টোবর, ২০২৫

২০২৫ সালের শেষের দিকে হতে পারে জাতীয় নির্বাচন

২০২৫ সালের শেষের দিকে হতে পারে জাতীয় নির্বাচন

অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস বলেছেন, বাংলাদেশ থেকে লক্ষ-হাজার কোটি টাকা পাচার করা হয়েছে। পাচার হওয়া টাকা এখন দেশে গোলযোগ সৃষ্টির কাজে এবং সংহতি বিনষ্টের কাজে ব্যবহার করা হচ্ছে।

বর্তমান এই পরিস্থিতিতে জাতীয় ঐক্য অটুট রাখতে সবাইকে সচেতন থাকার আহ্বান জানিয়েছেন তিনি। মহান বিজয় দিবস উপলক্ষে সোমবার (১৬ ডিসেম্বর) সকাল ১০টায় জাতীর উদ্দেশে দেওয়া ভাষণে এসব কথা বলেন ড. ইউনূস।

আরও পড়ুন :  চট্টগ্রামে জাবেদ-ওয়াসিকাসহ ১৩৮ জনের বিরুদ্ধে মামলা

এদিকে সকালে সূর্যোদয়ের সঙ্গে-সঙ্গে সাভার জাতীয় স্মৃতিসৌধে জাতির শ্রেষ্ঠ সন্তানদের ফুল দিয়ে শ্রদ্ধা জানিয়েছেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন ও প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস।

ঈশান/মখ/সুম

আরও পড়ুন

You cannot copy content of this page