মঙ্গলবার- ২১ অক্টোবর, ২০২৫

কর্ণফুলী নদিতে তলিয়ে গেছে দুই পর্যটক

কর্ণফুলী নদিতে তলিয়ে গেছে দুই পর্যটক

র্ণফুলী নদীতে গোসল করতে নেমে স্রোতের টানে তলিয়ে গেছে দুই পর্যটক। মঙ্গলবার (২৪ ডিসেম্বর) দুপুর দেড়টার দিকে রাঙামাটি পার্বত্য জেলার কাপ্তাই উপজেলার চিৎমরম ইউনিয়নের সীতার ঘাট এলাকায় এ ঘটনা ঘটে।

কাপ্তাই থানার ওসি মো. মাসুদ এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, আমি এখন ঘটনাস্থলে আছি। তলিয়ে যাওয়া দুই পর্যটক এখনো নিখোঁজ রয়েছেন। তাদের উদ্ধারে কাজ চলছে।

আরও পড়ুন :  চট্টগ্রামে ১৯৪ পোশাক কারখানা ভয়াবহ অগ্নিঝুঁকিতে

তলিয়ে যাওয়া দুই পর্যটক হলেন প্রিয়ন্ত দাশ (১৭) ও শাওন দত্ত (১৬)। শাওন দত্ত চট্টগ্রাম মহানগরের সদরঘাট নালাপাড়া জিদান দত্তের ছেলে। সে রেলওয়ে পাবলিক স্কুলের নবম শ্রেণির ছাত্র। নিখোঁজ প্রিয়ন্ত দাশ শাওনের খালাতো ভাই। তার বাবার নাম ও ঠিকানা জানা যায়নি।

ঘটনার বর্ণনা দিয়ে তাদের বন্ধু সালমান আহমেদ জানায়, তারা ৯ জন একসাথে রাঙ্গুনিয়া উপজেলার চন্দ্রঘোনা মিশন ঘাট থেকে একটি বোট নিয়ে কাপ্তাইয়ে ভ্রমণে আসে। এরপর কর্ণফুলী নদীর চিৎমরম সীতার ঘাট আসার পর ৯ জনের মধ্যে ৪ জন নদীতে গোসলে নামে। দু‘জন উঠতে পারলেও প্রিয়ন্ত দাশ ও শাওন দত্ত কর্ণফুলী নদীতে তলিয়ে যায়।

আরও পড়ুন :  বাড়ি-গাড়ি, জাহাজ-লরি সবই আছে যমুনা অয়েলের গেজার জয়নালের!

তাদের উদ্ধারে ঘটনাস্থলে কাপ্তাই ফায়ার সার্ভিসের সদস্য ও কাপ্তাই থানার পুলিশের সদস্যরা উপস্থিত আছেন। কিন্তু মঙ্গলবার (২৪ ডিসেম্বর) বেলা ৩টায় এ রিপোর্ট লেখা পর্যন্ত নিখোঁজ দুই পর্যটকের খোঁজ পাওয়া যায়নি বলে জানান সালমান আহমেদ।

ঈশান/খম/সুম

আরও পড়ুন

You cannot copy content of this page