শুক্রবার- ২২ আগস্ট, ২০২৫

ব্যক্তিগত সহকারী চেয়ে বেকায়দায় পিয়া জান্নাতুল!

ব্যক্তিগত সহকারী চেয়ে বেকায়দায় পিয়া জান্নাতুল!

ব্যক্তিগত সহকারী চেয়ে বিজ্ঞাপন দিয়ে বেকায়দায় পড়েছেন বর্তমান সময়ের তারকা ও মডেল জান্নাতুল ফেরদৌস পিয়া।

সম্প্রতি সামাজিক মাধ্যমে নিজের জন্য ব্যক্তিগত সহকারী চেয়ে একটি জব সার্কুলার (চাকরির বিজ্ঞাপন) দেন পিয়া। সেখানে নিজের প্রত্যাশা কেমন ও আবেদনকারীদের যোগ্যতা কেমন হবে- সে সম্পর্কে বিস্তারিত বিবরণ দেন তিনি।

পোস্টে পিয়া লেখেন, আমি একজন অত্যন্ত উৎসাহী ব্যক্তিকে ব্যক্তিগত সহকারী হিসেবে যোগদানের জন্য খুঁজছি। যিনি আমার সঙ্গে অফিসে এবং বাইরে- উভয় দিকেই কাজে সহযোগিতা করতে আগ্রহী থাকবেন। তবে আপনাকে অবশ্যই নমনীয় হতে হবে এবং কাজ সম্পর্কিত আমার সাথে ভ্রমণের জন্য প্রস্তুত থাকতে হবে।

আরও পড়ুন :  চট্টগ্রামে খাস জমিতে গড়ে উঠা যেন এক টুকরো ‘ইনডিয়া’

সেখানে নিজের ই-মেইল অ্যাড্রেসটিও যোগ করে দেন পিয়া। আর সেখানে আবেদন করতে থাকেন আগ্রহীরা। তবে বিষয়টি নিয়ে খানিকটা বেকায়দায় পড়েছেন পিয়া জান্নাতুল। কারণ, সেই পোস্টে চাকরি প্রত্যাশীদের আগ্রহ ছিল তুলনামূলক বেশি। পিয়ার দাবি, অনেকে বেশিই উৎসাহ প্রকাশ করছেন যা অপ্রয়োজনীয়। তাদের উদ্দেশ্যে বিনীত অনুরোধও রাখেন পিয়া।

পিয়া মন্তব্য ঘরে লেখেন, ‘অনুগ্রহ করে আপনার কাজের বিবরণটি বুঝুন। আপনি যদি ঢাকা বা দেশের বাইরে থাকেন, তাহলে আবেদন পাঠাবেন না। ১৫ মিনিটে ১০০ আবেদন পেয়েছি। দয়া করে আপনার ও আমার- উভয়েরই সময় নষ্ট করবেন না।’

আরও পড়ুন :  জনবল সংকটে ধুঁকছে চট্টগ্রাম নির্বাচন অফিস

মডেল জান্নাতুল ফেরদৌস পিয়া শোবিজের পাশাপাশি আইন পেশাতেও যুক্ত এই তারকা। অর্থাৎ তিনি একজন সুপ্রিম কোর্টের আইনজীবীও।

ঈশান/খম/সুম

আরও পড়ুন

You cannot copy content of this page