মঙ্গলবার- ১৪ অক্টোবর, ২০২৫

চট্টগ্রাম বন্দরের বহির্নোঙরে দুই বিদেশি জাহাজের সংঘর্ষ

চট্টগ্রাম বন্দরের বহির্নোঙরে দুই বিদেশি জাহাজের সংঘর্ষ

ট্টগ্রাম বন্দরের বহির্নোঙর এলাকায় দুই বিদেশি জাহাজের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে কনটেইনারবাহী একটি জাহাজের আংশিক ক্ষতি হয়েছে। পরে বন্দরের ৪টি টাগবোটের সহায়তায় জাহাজটি দুটিকে নিরাপদে সরিয়ে ফেলা হয়।

দুর্ঘটনার কবলে পড়া জাহাজ দুটি হল- অয়েল ট্যাংকার এমটি রিনে এবং কনটেইনারবাহী ইয়াং ইউই-১১। এর মধ্যে এমটি রিনে বেলিজের পতাকাবাহী এবং ইয়াং ইউই-১১ পানামার পতাকাবাহী।

আরও পড়ুন :  নির্বাচন কমিশন প্রতীকের সংখ্যা বাড়াতে-কমাতে পারে : সিইসি

মঙ্গলবার (৪ মার্চ) বিকেলে এ তথ্য জানান চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের সচিব ওমর ফারুক। তিনি বলেন, বেলা ১২টা ২০ মিনিটের দিকে অয়েল ট্যাংকারের সাথে কনটেইনারবাহী জাহাজটির সংঘর্ষেও ঘটনা ঘটে। অয়েল ট্যাংকারটি নোঙর করা থাকলেও কনটেইনারবাহী জাহাজটি আছড়ে পড়ে। এতে অয়েল ট্যাংকারটির নোঙরের ক্যাবলের সঙ্গে অপরটির প্রোপেলার আটকে যায়। আর কনটেইনারবাহী জাহাজটির আংশিক ক্ষতি হয়।

আরও পড়ুন :  নির্বাচন কমিশন প্রতীকের সংখ্যা বাড়াতে-কমাতে পারে : সিইসি

খবর পেয়ে বন্দরের টাগবোট কান্ডারি ১০, কান্ডারি ৪, বিএলভি লুসাই এবং পাইলট ভেসেল ঘটনাস্থলে প্রেরণ করা হয়। বন্দরের অভিজ্ঞ পাইলট ও সংশ্লিষ্ট কর্মকর্তাদের সমন্বয়ে গঠিত একটি দলের প্রচেষ্টায় জাহাজটি দুটিকে মুক্ত করে নিরাপদে সরিয়ে নেয়। বর্তমানে বহির্নোঙরের চ্যানেলে জাহাজ চলাচল স্বাভাবিক রয়েছে এবং বন্দরের সব কার্যক্রম নিরাপদে স¤পন্ন হচ্ছে বলে জানান সচিব ওমর ফারুক।

আরও পড়ুন :  নির্বাচন কমিশন প্রতীকের সংখ্যা বাড়াতে-কমাতে পারে : সিইসি

ঈশান/সুম/খম

আরও পড়ুন

You cannot copy content of this page