বৃহস্পতিবার- ৪ সেপ্টেম্বর, ২০২৫

রিয়াকে তালাক দেবে হিরো আলম

রিয়াকে তালাক দেবে হিরো আলম

লোচিত ও সমালোচিত কনটেন্ট ক্রিয়েটর ও অভিনেতা হিরো আলমের বাবা মারা গেছেন গত মঙ্গলবার রাতে। বারা মৃত্যুর সময় দ্বিতীয় স্ত্রী রিয়া মনি পাশে না থাকায় সোশ্যাল মিডিয়ার মাধ্যমে তাকে বয়কটের ঘোষণা দিয়েছেন। এরপর থেকেই পাল্টাপাল্টি অভিযোগে কথার লড়াই চলছে হিরো আলম ও রিয়া মনির মধ্যে।

বৃহস্পতিবার (১৭ এপৃল) এক সংবাদ সম্মেলনে হিরো আলম বলেন, যে স্ত্রী বাবা-মা’কে সেবা করবেন না এমন স্ত্রী তো দরকার নেই। সাংবাদিকদের উদ্দেশ করে তিনি বলেন, ‘আপনার খবর নিয়ে দেখতে পারেন। আমি কেন আমার প্রথম স্ত্রীকে ছাড়লাম।

তিনি যোগ করেন, ‘প্রথম স্ত্রীকে ছেড়ে রিয়া মনিকে বিয়ে করি। সেও একই রকম। আমার বাবা-মাকে দেখবে না। তাকে নিয়ে কীভাবে সংসার করব। রিয়া মনির মতো মেয়ে জীবনে শত শত আসবে কিন্তু বাবা-মা আর আসবে না। বিয়ে করা কি অপরাধ? বিয়ে করা কোনো অপরাধ না। অপরাধ হচ্ছে বিয়ের পর বউয়ের কথা মতো বাবাকে কষ্ট দেওয়া। আমি খারাপ হতাম না যদি স্ত্রীর কথা মতো চলতাম।

আরও পড়ুন :  ভক্তের প্রেমের প্রস্তাবে রাজী পিয়া জান্নাতুল, তবে...

এসময় অভিনেতা স্ত্রীকে উদ্দেশ্য করে প্রশ্ন রাখেন, ‘রিয়া মনি কুরআন শরীফ ছুঁয়ে বলতে পারবে, সে কোনো দিন বারে যায় না। সে কি কুরআন ছুঁয়ে বলতে পারবে, আমার বাবা যখন হাসপাতালে ভর্তি ছিল তখন যে ভিডিও সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছে তা আগের। সে (রিয়া মনি) বলেছে আমার বাবাকে সেবা যত্ন করেছে। সে কুরআন ছুঁয়ে বলতে পারবে কবে আমার বাবাকে সেবা করেছে।

আরও পড়ুন :  চামড়া যাদের শক্ত সেসব মেয়েদের জন্য এই রঙিন জীবন : বর্ষা

এর আগে অভিনেতার স্ত্রী অভিযোগ করেন অন্য মেয়ের সঙ্গে সম্পর্ক রয়েছে হিরো আলমের। সেই প্রসঙ্গেও কথা বলেন আলোচিত কনটেন্ট ক্রিয়েটর। অভিনেতার ভাষায়, ‘রিয়া কুরআন ছুঁয়ে বলতে পারবে কোন মেয়ের সঙ্গে আমার সম্পর্কে রয়েছে। আমি কোন মেয়েকে গোপনে বিয়ে করেছি।

সবশেষে অভিনেতা বলেন, এর আগে বহুবার তাকে (রিয়া মনি) মাপ করেছিলাম। আমার সঙ্গে পরিবারিক কোনো ইস্যুতে ঝগড়া হলে অন্য ছেলেকে নিয়ে সে বারে যায়। মদ খায়। এর আগে কুরআন ছুঁয়ে বলেছিল জীবনে আর কখনও বারে যাবে না, মদ খাবে না। কিন্তু সেই ওয়াদা রাখেনি। যে কুরআনকে অপমান করতে পারে। সে আমার সাথে কি অন্যায় করতে পারে ভাবুন। এবার ঢাকায় গিয়ে রিয়া মনিকে তালাক দেব।

আরও পড়ুন :  আগস্টে লুট হওয়া অস্ত্র শনাক্ত করা যাচ্ছে না

উল্লেখ্য, ২০১৬ সালে প্রথম স্ত্রী সুমি হিরো আলমের বিরুদ্ধে মামলা করে। অভিযোগের কিছুদিন পরেই তাদের বিচ্ছেদ হয়। এরপর অন্যত্র বিয়ে করেন সুমি। অনেকে মনে করেন আমার প্রথম স্ত্রী রয়েছে, তবে এ কথা সত্য না। প্রথম স্ত্রীর সঙ্গে আমার কোনো সম্পর্ক নেই। বললেন-হিরো আলম

বলে রাখা ভালো, রাজধানীর একটি সরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন হিরো আলমের পালক বাবা আবদুর রাজ্জাক। শৈশবে হিরো আলমের অভিভাবকত্ব নেন তিনি। তার প্রকৃত বাবা ২০১৭ সালে মারা যান।

ঈশান/মখ/সুম

আরও পড়ুন