রবিবার- ১৯ অক্টোবর, ২০২৫

পতেঙ্গায় গুলিবিদ্ধ ‘সন্ত্রাসী’ ঢাকাইয়া আকবর নিহত

পতেঙ্গায় গুলিবিদ্ধ ‘সন্ত্রাসী’ ঢাকাইয়া আকবর নিহত

ট্টগ্রামের পতেঙ্গা সমুদ্রসৈকত এলাকায় দুর্বৃত্তদের গুলিতে আহত পুলিশের তালিকাভুক্ত ‘শীর্ষ সন্ত্রাসী’ আলী আকবর ওরফে ঢাকাইয়া আকবর (৩২) চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন।

রোববার (২৫ মে) সকাল ৮টার দিকে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালের ইনটেনসিভ কেয়ার ইউনিটে (আইসিইউ) তার মৃত্যু হয়। আলী আকবর নগরীর বায়েজিদ বোস্তামী এলাকার মঞ্জু মিয়ার ছেলে।

এর আগে শুক্রবার (২৩ মে) রাত সাড়ে ৮টার দিকে নগরীর পতেঙ্গা সমুদ্রসৈকত এলাকায় দুর্বৃত্তরা আলী আকবরকে লক্ষ্য করে গুলি ছোড়ে। এতে গুরিবিদ্ধ হন সন্ত্রাসী ঢাকাইয়া আকবর।

আরও পড়ুন :  ২৫ ঘণ্টা পুড়ে নিভল সিইপিজেডে পোশাক কারখানার আগুন

চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ বক্সের ইনচার্জ উপ-পরিদর্শক (এসআই) নুর উল্লাহ আশেক মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, আলী আকবর হাসপাতালের আইসিইউতে চিকিৎসাধীন ছিলেন। রোববার সকাল আটটায় কর্তব্যরত চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।

হাসপাতালে উপস্থিত আলী আকবরের স্বজনেরা অভিযোগ করেছেন, কারাগারে বন্দী ‘সন্ত্রাসী’ ছোট সাজ্জাদ হোসেনের অনুসারীরা এই হত্যাকাণ্ড ঘটিয়েছে। তারা জানান, শুক্রবার রাত আটটার দিকে পতেঙ্গা সমুদ্রসৈকত এলাকায় বন্ধুদের সঙ্গে আড্ডা দেওয়ার সময় ১০ থেকে ১২ জনের একটি দল এসে আকবরকে লক্ষ্য করে এলোপাতাড়ি গুলি করে।

আরও পড়ুন :  মাশুল বাড়ায় বন্ধ প্রাইভেট ট্রেইলার, পণ্য পরিবহনে অচলাবস্থা

পুলিশ জানিয়েছে, আলী আকবরের বিরুদ্ধে নগরের বিভিন্ন থানায় হত্যা, অস্ত্র ও চাঁদাবাজির অভিযোগে দশটি মামলা রয়েছে।

ঈশান/খম/সুম

আরও পড়ুন

You cannot copy content of this page