
চট্টগ্রাম শিক্ষা বোর্ডে এবার এসএসসির পাসের হার ৭২ দশমিক ০৭ শতাংশ। যা গত বছরের চেয়ে কম। গত বছর পাসের হার ছিলো ৮২ দশমিক ৮০ শতাংশ।
এবার জিপিএ-৫ পেয়েছে ১১ হাজার ৮৪৩ জন শিক্ষার্থী। যা গত বছরের চেয়ে বেশি। গত বছর জিপিএ-৫ পেয়েছিল ১০ হাজার ৮২৩ জন। এর মধ্যে পাসের হার ও জিপিএ-৫ দুটোতেই এগিয়ে মেয়েরা।
বৃহ¯পতিবার (১০ জুলাই) দুপুর ২টায় চট্টগ্রাম শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক প্রফেসর এ পারভেজ সাজ্জাদ চৌধুরী এসব তথ্য নিশ্চিত করেন। তিনি জানান, চট্টগ্রাম শিক্ষা বোর্ডের অধীনে এবার চট্টগ্রাম ছাড়াও কক্সবাজার, রাঙামাটি, বান্দরবান ও খাগড়াছড়ি জেলার শিক্ষার্থীরা এসএসসি পরীক্ষা দেয়।
সব মিলিয়ে পরীক্ষায় এবার ১ লাখ ৪০ হাজার ৩৮৮ জন পরীক্ষার্থী অংশ নেয়। এর মধ্যে উত্তীর্ণ হয়েছে ১ লাখ ১ হাজার ১৮১ জন। যার গড় পাসের হার দাঁড়িয়েছে ৭২ দশমিক ০৭ শতাংশ। এর আগেরবার অংশ নিয়েছিল ১ লাখ ৪৫ হাজার ৫৯০ জন পরীক্ষার্থী।
বিভাগভিত্তিক ফলাফল পর্যালোচনা করলে দেখা যায়, বিজ্ঞান বিভাগে এবার পাসের হার ৯২ দশমিক ৫৭ শতাংশ, যা গতবছরের চেয়ে ২ শতাংশ কম। ব্যবসায় শিক্ষায় ৭৩ দশমিক ৫৪ শতাংশ এবং মানবিক বিভাগে ৫৫ দশমিক ০২ শতাংশ।
বোর্ডে এবার জিপিএ-৫ পেয়েছে ১১ হাজার ৮৪৩ জন শিক্ষার্থী। যা মোট উত্তীর্ণের ১১ দশমিক ৭ শতাংশ। এর মধ্যে বিজ্ঞান বিভাগে ১০ হাজার ৪৫৮ জন, যা মোট জিপিএ-র ৮৮ দশমিক ৩ শতাংশ। জিপিএ-৫ পাওয়া বাকি ১ হাজার ২৪৭ জন শিক্ষার্থী ব্যবসায় শিক্ষা এবং ১৩৮ জন মানবিক বিভাগে।
ফলাফল বিশ্লেষণে দেখা যায়, চট্টগ্রামের এবার ২১৯ কেন্দ্রে ১ হাজার ১৬৪ স্কুলের মোট ১ লাখ ৪০ হাজার ৩৮৮ শিক্ষার্থী এসএসসি পরীক্ষায় অংশ নেয়। তাদের মধ্যে ছাত্রীর সংখ্যা ছিল ৭৮ হাজার ৭২৫, ছাত্র সংখ্যা ছিল ৬১ হাজার ৬৬৩। এবার ছাত্রীর পাসের হার ৭২ দশমিক ১৯, ছাত্রের পাসের হার ৭১ দশমিক ৯৩। এছাড়া ৬ হাজার ৩৫৩ ছাত্রী এবং ৫ হাজার ৪৯০ ছাত্র জিপিএ-৫ পেয়েছে। সে হিসেবে দুটোতেই এগিয়ে রয়েছে মেয়েরা।
২০২৪ সালেও চট্টগ্রাম শিক্ষা বোর্ডে পাসের হার এবং জিপিএ-৫ প্রাপ্তির ক্ষেত্রে পিছিয়ে ছিল ছাত্ররা। গত বছর ছাত্রীদের পাসের হার ছিল ৮৩ দশমিক ২১ শতাংশ এবং ছাত্রের পাসের হার ছিল ৮২ দশমিক ২৯ শতাংশ। এছাড়া গত বছর ৫ হাজার ৭৫০ ছাত্রী এবং ৫ হাজার ৭৩ ছাত্র জিপিএ-৫ পেয়েছিল।
ঈশান/খম/সুম