
দেশব্যাপী ইয়াবা পাচার নেটওয়ার্কের মূলহোতা মো. কামাল হোসেনকে (৩৪) গ্রেপ্তার করেছে পৃুলিশ। কক্সবাজার জেলার টেকনাফ থানাধীন সাবরাং ৪নং ওয়ার্ডস্থ সিকদারপাড়া এলাকা থেকে মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) দিনগত রাতে তাকে গ্রেপ্তার করা হয়।
বুধবার ( ১০ সেপ্টেম্বর) বিকেলে বাকলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ ইখতিয়ার হোসেন এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি বলেন, টেকনাফ থেকে দেশজুড়ে ইয়াবার নেটওয়ার্ক গড়ে তোলে কামাল হোসেন। মায়ানমার থেকে পাচার করে আনা ইয়াবা ট্যাবলেট দেশের বিভিন্ন স্থানে ছড়িয়ে দেওয়াই তার কাজ। তিনি বিভিন্ন যানবাহনযোগে গন্তব্যে পৌঁছে দেয় ইয়াবা। এ ক্ষেত্রে নানা কৌশল অবলম্বন করে।
তবে এবার তাকে গ্রেপ্তার করতে পেরে চোরাচালানে সেই নেটওয়ার্ক ভেঙ্গে যাবে বলে আশা করছি। আসামী কামাল হোসেনকে বুধবার সকালে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে। আদালত তাকে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন। কামাল হোসেন (৩৪), কক্সবাজারের টেকনাফ উপজেলার সাবরাং গ্রামের সিকদারপাড়ার জহির মাস্টারের ছেলে।
পুলিশ জানায়, গত ২৬ আগস্ট বাকলিয়া থানা এলাকা থেকে মো. আহসান হাবীবকে (৩০) ৭ হাজার ২০০ পিস ইয়াবা ট্যাবলেটসহ আটক করা হয়। আসামীর দেওয়া তথ্যমতে, বাকলিয়া থানা পুলিশ টেকনাফ থানাধীন সাবরাং এলাকায় অভিযান চালিয়ে সারাদেশে ইয়াবা ট্যাবলেট ছড়িয়ে দেওয়ার মূলহোতা আসামী কামাল হোসেনকে গ্রেপ্তার করা হয়।