সোমবার- ১৩ অক্টোবর, ২০২৫

রিয়াকে নিয়ে হিরো আলম ও ম্যাক্স অভির টানাটানি!

রিয়াকে নিয়ে হিরো আলম ও ম্যাক্স অভির টানাটানি!

ম্প্রতি রাজধানীর আফতাব নগর এলাকায় হিরো আলমকে মারধর করে একদল দুর্বৃত্ত। আলোচিত-সমালোচিত এই কন্টেন্ট ক্রিয়েটরকে আজ্ঞান অবস্থায় উদ্ধার করে মুগদা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।

গেল বৃহস্পতিবার আফতাবনগর পুলিশ ফাঁড়ির সদস্যদের সঙ্গে নিয়ে ঘটনাস্থল পরিদর্শনে যান হিরো আলম। ঘটনাস্থল থেকে ফিরে হামলার ঘটনায় জড়িত সন্দেহে চার জনকে আসামি করে মামলা দায়ের করেন আলম।

আরও পড়ুন :  নির্বাচন কমিশন প্রতীকের সংখ্যা বাড়াতে-কমাতে পারে : সিইসি

আসামিরা হলেন, মিথিলা, মিথিলার স্বামী চমন, মিথিলার ভাই ও ম্যাক্স অভি ওরফে রিয়াজ অভি। এই মামলায় এক নম্বর আসামি করেছেন আরেক কন্টেন্ট ক্রিয়েটর মিথিলাকে। ম্যাক্স অভি ৪ নম্বর আসামি।

হিরো আলমের দাবি মিথিলা ও ম্যাক্স অভি মিলে হিরো আলমকে মেরে ফেলার চেষ্টা চালিয়েছেন।

রবিবার (৫ অক্টোবর) দুপুরে আলাপকালে হিরো আলম বলেন, ‘মিথিলা ও তাঁর স্বামী আমাকে মারতে চায়। অন্যদিকে ম্যাক্স অভিও আমাকেও মারতে চায়। আমাকে মেরে ফেলতে পারলে সে রিয়া মনিকে বিয়ে করতে পারবে।

আরও পড়ুন :  নির্বাচন কমিশন প্রতীকের সংখ্যা বাড়াতে-কমাতে পারে : সিইসি

সে যে রিয়া মনিকে বিয়ে করতে চায় এই কথা অনেক ভিডিওতে বলেছে। তাই আমি মামলা করেছি। এদিকে হাসপাতাল থেকে হিরো আলমের একাধিক ছবি ও ভিডিও প্রকাশ করে রিয়া মনি। প্রকাশিত ছবিতে দেখে যায়, হিরো আলমের মুখমণ্ডল ও শরীরের বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন স্পষ্টভাবে ফুটে উঠেছে।

ঈশান/খম/মসু

আরও পড়ুন

You cannot copy content of this page