শুক্রবার- ২৮ নভেম্বর, ২০২৫

বেতনের দাবিতে রেলভবনে টিএলআর শ্রমিকদের আর্তনাদ

বেতনের দাবিতে রেলভবনে টিএলআর শ্রমিকদের আর্তনাদ

তিন মাসের বকেয়া বেতন পরিশোধের দাবিতে রেলভবনে অবস্থান কর্মসূচি পালন করেছেন বাংলাদেশ রেলওয়ের অস্থায়ী (টিএলআর) শ্রমিকরা।

রোববার (০৫ অক্টোবর) সকালে কর্মসূচি পালনকালে বেতনের জন্য করুণ আর্তনাদ শুরু করে শ্রমিকরা।

শ্রমিকরা জানান, তারা দীর্ঘদিন ধরে রেলওয়ের বিভিন্ন বিভাগে — ঢাকা, চট্টগ্রাম, পাকশী ও লালমনিরহাটে — গেইট কিপার, খালাসী, ওয়েম্যান, অফিস সহকারী, রেস্ট হাউস বেয়ারা, সিম্যানসহ বিভিন্ন পদে নিষ্ঠার সঙ্গে কাজ করছেন।

আরও পড়ুন :  পূর্ব রেলে সরঞ্জাম ক্রয়ে জুয়েলের জোচ্চুরি!

কিন্তু গত তিন মাস ধরে বেতন না পাওয়ায় তারা চরম আর্থিক সংকটে পড়েছেন। অনেকেই একবেলা খেয়ে দিন পার করছেন, তবুও রেলচাকা সচল রাখতে দায়িত্ব পালন করছেন।

শ্রমিক প্রতিনিধিরা জানান, গত দুই বছর ধরে প্রতি মাসের ১০ তারিখের মধ্যে বেতন পরিশোধের আশ্বাস দেওয়া হলেও তা বাস্তবায়িত হয়নি। এতে ক্ষুব্ধ হয়ে তারা রেলভবনে এসে অবস্থান নেন এবং দ্রুত বকেয়া বেতন পরিশোধের দাবি জানান।

আরও পড়ুন :  পূর্ব রেলে সরঞ্জাম ক্রয়ে জুয়েলের জোচ্চুরি!

অবস্থান কর্মসূচির এক পর্যায়ে রেলপথ মন্ত্রণালয়ের সচিব ও বাংলাদেশ রেলওয়ের মহাপরিচালকের সঙ্গে শ্রমিক প্রতিনিধি দলের সাক্ষাৎ হয়। এ সময় সচিব ও মহাপরিচালক শ্রমিকদের আশ্বস্ত করেন যে, অল্প কিছুদিনের মধ্যেই টিএলআর শ্রমিকদের সকল বকেয়া বেতন পরিশোধ করা হবে।

শ্রমিকরা জানান, আগামী ৮ অক্টোবরের মধ্যে যদি বেতন পরিশোধ না করা হয়, তবে তারা আরও কঠোর কর্মসূচি ঘোষণা করবেন।

আরও পড়ুন :  পূর্ব রেলে সরঞ্জাম ক্রয়ে জুয়েলের জোচ্চুরি!

ঈশান/খম/মসু

আরও পড়ুন

You cannot copy content of this page