রবিবার- ৯ নভেম্বর, ২০২৫

প্রথম আলোর ভুয়া সংবাদে ক্ষিপ্ত নাসীরুদ্দীন পাটওয়ারী

মতি ভাইকে সাংবাদিকতা ছেড়ে রাজনীতি করার আহ্বান

মতি ভাইকে সাংবাদিকতা ছেড়ে রাজনীতি করার আহ্বান

দৈনিক প্রথম আলোর সম্পাদক মতিউর রহমানকে সাংবাদিকতা ছেড়ে রাজনীতি করার আহ্বান জানিয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী। তিনি এও বলেছেন, এই দুই পত্রিকাকে ভয় পাওয়ার দিন আর নেই।

‘বিএনপির কাছে ২০ আসন চায় এনসিপি, চায় মন্ত্রিসভায়ও হিস্যা’ শিরোনামে প্রকাশিত সংবাদটি ভুয়া দাবি করে নাসীরুদ্দীন পাটওয়ারী বলেন, ‌প্রথম আলোর মতি ভাইকে বলবো হয় আপনি সাংবাদিকতা করেন; না হয় রাজনীতি করেন। প্রয়োজনে এনসিপি থেকে আমরা আপনাকে মনোনয়ন দেব তাও অপসাংবাদিকতা বন্ধ করেন।

আরও পড়ুন :  চট্টগ্রামে বাড়ির সামনে ব্যবসায়ীকে কুপিয়ে খুন, আটক ২

নাসীরুদ্দীন পাটওয়ারীর এ বক্তব্য নিজের ভেরিফায়েড ফেসবুকে শেয়ার করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ।

এদিকে এনসিপির যুগ্ম সদস্যসচিব ও মিডিয়া সেল সম্পাদক মুশফিক উস সালেহীন স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, ‘দৈনিক প্রথম আলো পত্রিকায় ৫ নভেম্বর প্রকাশিত ‘বিএনপির কাছে ২০ আসন চায় এনসিপি, চায় মন্ত্রিসভায়ও হিস্যা’ শিরোনামের প্রতিবেদনে বিএনপির সঙ্গে আসন সমঝোতা ও মন্ত্রিসভায় হিস্যা চাওয়ার খবর সম্পূর্ণ ভিত্তিহীন ও উদ্দেশ্যপ্রণোদিত।

আরও পড়ুন :  চট্টগ্রাম শিক্ষাবোর্ডের দুই কর্মচারীকে সাময়িক বরখাস্ত

জাতীয় নাগরিক পার্টি কোনো রাজনৈতিক দলের সঙ্গে জোট, আসন সমঝোতা বা ক্ষমতা ভাগাভাগি বিষয়ে কোনো আলোচনা বা সিদ্ধান্ত নেয়নি। এমন কোনো প্রস্তাবও দলের নীতি-নির্ধারণী পর্ষদে কখনো গৃহীত হয়নি। এনসিপি বিশ্বাস করে, দেশের ভবিষ্যৎ রাজনীতি হবে জনগণের অধিকার, জবাবদিহি, সংস্কার ও গণতান্ত্রিক পুনর্গঠনের রাজনীতি। সে লক্ষ্যেই দলটি সারা দেশে সাংগঠনিক প্রস্তুতি ও প্রার্থী যাচাই প্রক্রিয়া চালিয়ে যাচ্ছে।

আরও পড়ুন :  সাজ্জাদ বাহিনীর কিলিং মিশন চট্টগ্রাম টু রাউজান

প্রতিবেদনে উল্লিখিত তথাকথিত ‘সূত্র’ সম্পূর্ণ অনুমাননির্ভর এবং সাংবাদিকতার মৌলিক নীতির পরিপন্থী। এতে জনগণ বিভ্রান্ত হয়েছে এবং দলের ভাবমূর্তি ক্ষুণ্ণ হয়েছে। জাতীয় নাগরিক পার্টি প্রথম আলোকে অবিলম্বে প্রকাশ্যে দুঃখপ্রকাশ ও সংশোধনী প্রকাশের আহ্বান জানাচ্ছে।

আমরা পুনরায় স্পষ্ট করছি, এনসিপি কোনো দলের কাছে আসন বা মন্ত্রিসভায় অংশগ্রহণের দাবি তোলেনি। আমরা জনগণের আস্থায় একটি বাংলাদেশপন্থী, দায়িত্বশীল ও স্বতন্ত্র রাজনৈতিক শক্তি গড়ে তুলতে প্রতিশ্রুতিবদ্ধ।

ঈশান/খম/মসু

আরও পড়ুন

You cannot copy content of this page