শনিবার- ৮ নভেম্বর, ২০২৫

শুভেচ্ছা সফরে চট্টগ্রাম বন্দরে পাকিস্তান নৌবাহিনীর জাহাজ

শুভেচ্ছা সফরে চট্টগ্রাম বন্দরে পাকিস্তান নৌবাহিনীর জাহাজ

চার দিনের শুভেচ্ছা সফরে চট্টগ্রাম বন্দরে এসে পৌঁছেছে পাকিস্তান নৌবাহিনীর জাহাজ পিএনএস সাইফ। জাহাজটির নেতৃত্বে রয়েছেন অধিনায়ক ক্যাপ্টেন সুজাত আব্বাস রাজা।

শনিবার (৮ নভেম্বর) বিকেলে জাহাজটি চট্টগ্রাম বন্দরে এসে পৌঁছায়। জাহাজটি বাংলাদেশের জলসীমায় প্রবেশ করলে চট্টগ্রাম নৌ অঞ্চলের পক্ষ থেকে বাংলাদেশ নৌবাহিনী জাহাজ বানৌজা স্বাধীনতা তাদের আনুষ্ঠানিক অভ্যর্থনা জানানো হয়।

আরও পড়ুন :  সাজ্জাদ বাহিনীর কিলিং মিশন চট্টগ্রাম টু রাউজান

এ সময় বাংলাদেশে নিযুক্ত পাকিস্তান দূতাবাসের প্রতিনিধি ও নৌবাহিনীর স্থানীয় উচ্চপদস্থ কর্মকর্তারা উপস্থিত ছিলেন বলে নোবাহিনী এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, বাংলাদেশে অবস্থানকালে জাহাজটির অধিনায়ক ও অন্যান্য কর্মকর্তাসহ একটি প্রতিনিধিদল কমান্ডার চট্টগ্রাম নৌ অঞ্চল, কামান্ডার বিএন ফ্লিট, এরিয়া সুপারিনটেনডেন্ট ডকইয়ার্ডের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করবেন।

চট্টগ্রাম নৌ অঞ্চলে অবস্থানকালীন জাহাজের অফিসার, নাবিক ও প্রশিক্ষণার্থীগণ চট্টগ্রামের বিভিন্ন ঐতিহাসিক ও দর্শনীয় স্থান, নৌবাহিনী জাহাজ ও ঘাঁটি পরিদর্শন করবেন। এছাড়াও, বাংলাদেশ নৌবাহিনীর কর্মকর্তা ও নাবিকগণও পাকিহমশানের জাহাজটি পরিদর্শন করবেন।

আরও পড়ুন :  পুরুষদেরও পিরিয়ড চান রাশমিকা!

এই শুভেচ্ছা সফর বাংলাদেশ ও পাকিস্তান নৌবাহিনীর মধ্যকার সৌহার্দ্যপূর্ণ ও সহযোগিতামূলক স¤পর্ককে আরও সুদৃঢ় করবে বলে আশা প্রকাশ করা হয়েছে বিজ্ঞপ্তিতে।

উল্লেখ্য, শুভেচ্ছা সফর শেষে আগামী বুধবার (১২ নভেম্বর) বাংলাদেশ ত্যাগ করবে জাহাজটি।

ঈশান/মখ/মসু

আরও পড়ুন

জনপ্রিয়

You cannot copy content of this page