
ঢাকা ও চট্টগ্রাম বিভাগের সরকারি প্রাথমিক বিদ্যালয়ের জন্য ৪ হাজার ১৬৬ জন সহকারী শিক্ষক নিয়োগে বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। বুধবার নিজেদের ওয়েবসাইটে বিজ্ঞপ্তি প্রকাশ করে প্রাথমিক শিক্ষা অধিদপ্তর। আবেদন চলবে আগামী ১৪ থেকে ২৭ নভেম্বর পর্যন্ত।
কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে অন্যূন দ্বিতীয় শ্রেণি বা সমমানের সিজিপিএসহ (৪ স্কেলে ন্যূনতম ২ দশমিক ২৫ ও ৫ স্কেলে ন্যূনতম ২ দশমিক ৮) স্নাতক বা স্নাতক (সম্মান) বা সমমানের ডিগ্রিধারীরা আবেদন করতে পারবেন। শিক্ষা জীবনে কোনো স্তরে তৃতীয় বিভাগ অথবা সমমানের জিপিএ অথবা তৃতীয় শ্রেণি অথবা সমমানের সিজিপিএ গ্রহণযোগ্য হবে না।
২০২৫ সালের ৩০ নভেম্বর যেসব প্রার্থীর বয়স ৩২ বছর বা তার কম, তারা এ নিয়োগ প্রক্রিয়ায় অংশ নিতে পারবেন। http://dpe.teletalk.com.bd লিংক থেকে ফরম পূরণ করতে হবে। নির্দেশনা অনুসরণ করে প্রার্থীদের অনলাইনে আবেদন করতে হবে।
আবেদন ফি নির্ধারণ করা হয়েছে ১০০টাকা। টেলিটকের ১২টাকা চার্জসহ মোট ১১২ টাকা খরচে প্রতিটি আবেদন করতে পারবেন প্রার্থীরা। বিজ্ঞপ্তি দেখতে এই লিংকে ক্লিক করুন।
এর আগে গত ৫ নভেম্বর প্রথম ধাপের নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করে প্রাথমিক শিক্ষা অধিদপ্তর। রাজশাহী, খুলনা, বরিশাল, সিলেট, ময়মনসিংহ ও রংপুর-এই ছয় বিভাগের ১০ হাজার ২১৯টি সহকারী শিক্ষক পদে নিয়োগে এ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়, যার আবেদন শুরু হয় গত ৮ নভেম্বর, চলবে আগামী ২১ নভেম্বর পর্যন্ত।











































