রবিবার- ১৬ নভেম্বর, ২০২৫

হিরো আলম গ্রেপ্তার, যা বললেন রিয়া মনি

হিরো আলম গ্রেপ্তার, যা বললেন রিয়া মনি

লোচিত কনটেন্ট ক্রিয়েটর হিরো আলমকে গ্রেপ্তার করেছে পুলিশ। স্ত্রী রিয়া মনির দায়ের করা মামলায় শনিবার দুপুর দেড়টার দিকে তাকে বগুড়া থেকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারের পর তাকে আদালতে পাঠানো হয়েছে বলে নিশ্চিত করেছেন হাতিরঝিল থানার এসআই ফুয়াদ।

এসআই ফুয়াদ বলেন, হিরো আলমকে একটি ওয়ারেন্ট মামলায় তার নিজ এলাকা থেকে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তারের পর তাকে আদালতে পাঠানো হয়েছে।

এদিকে হিরো আলমের গ্রেপ্তারের পর এক প্রতিক্রিয়া তার প্রাক্তন স্ত্রী রিয়া গণমাধ্যমকে বলেন, ‘আমিও খবর শুনেছি। আমার সঙ্গে হওয়া অপরাধে বিচার চাই। বাধ্য হয়ে আমি আইনের কাছে গিয়েছি। আইনের প্রতি আমার আস্থা ও ভরসা রয়েছে।

আরও পড়ুন :  বালুর জন্য এবার খুন হল রাঙ্গুনিয়ার শ্রমিকদল নেতা মান্নান

এর আগে রাজধানীর হাতিরঝিল থানায় হত্যাচেষ্টা, মারধর ও ভয়ভীতি দেখানোর অভিযোগে স্ত্রী রিয়া মনি মামলাটি করেন। এ মামলায় হিরো আলমের সঙ্গে আহসান হাবিব সেলিম নামের একজনকে আসামি করা হয়েছে। তার বিরুদ্ধেও গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছেন আদালত।

অভিযোগ নথিতে রিয়া উল্লেখা করেছেন, সম্প্রতি হিরো আলম ও তার মধ্যে মনোমালিন্য দেখা দেয়। এরপর আলম অভিযোগকারীকে তালাক দেন। মীমাংসার লক্ষ্যে গত ২১ জুন রিয়ার পরিবার আলমকে হাতিরঝিল এলাকায় একটি বাসায় ডাকেন।

আরও পড়ুন :  খুনোখুনিতে অস্থির চট্টগ্রাম

সেই সময়ে হিরো আলমসহ ১০/১২ জন অজ্ঞাতনামা ব্যক্তি বাদী ও তার পরিবারের সদস্যদের অকথ্য ভাষায় গালিগালাজ শুরু করেন। পরে তারা বাদীর বর্তমান বাসায় বেআইনিভাবে প্রবেশ করে কাঠের লাঠি দিয়ে মাথা ও শরীরের বিভিন্ন অংশে মারধর করে।

এই হামলায় বাদীর শরীরে জখম সৃষ্টি হয়। এ সময় রিয়ার গলায় থাকা ‘দেড় ভরি’ ওজনের স্বর্ণের চেইন নিয়ে যায় বলেও অভিযোগে করেছেন হিরো আলমের প্রাক্তন স্ত্রী। ভুক্তভোগির ওপর হামলার ঘটনার দুই দিন পর অর্থাৎ গত ২৩ জুন বাদী হাতিরঝিল থানায় মামলাটি দায়ের করেন।

আরও পড়ুন :  বৈদ্যুতিক সরঞ্জাম ক্রয়ে প্রধান প্রকৌশলী শফিকুরের ‘ভুতুড়ে ফাঁদ’

ঈশান/খম/মসু

আরও পড়ুন

You cannot copy content of this page