শনিবার- ৬ ডিসেম্বর, ২০২৫

লটারিতে সিএমপির ১৫ থানার ওসির চেয়ার বদল

লটারিতে সিএমপির ১৫ থানার ওসির চেয়ার বদল

# ওসি পায়নি ইপিজেড থানা
# দক্ষিণ চট্টগ্রামের ডিসি-ডিবিতেও নতুন মুখ

ট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) ১৫টি থানার ওসির চেয়ার বদল হয়েছে একযোগে। তবে ওসি পায়নি একমাত্র ইপিজেড থানা। এছাড়া চকবাজার থানার ওসি মো. শফিকুল ইসলামকে সরিয়ে সিটিএসবিতে পুলিশ পরিদর্শক হিসেবে পদায়ন করা হয়েছে।

আবার পৃথক আদেশে সিএমপি মহানগর গোয়েন্দা দক্ষিণ জোনের উপ পুলিশ কমিশনার (ডিসি) হিসেবে পদায়ন করা হয় শেখ শরীফুল ইসলামকে। তিনি অতিরিক্ত ডিআইজি হিসেবে সদ্য পদোন্নতিপ্রাপ্ত।

শনিবার (৬ ডিসেম্বর) সিএমপি কমিশনার হাসিব আজিজের স্বাক্ষরিত এক আদেশে এই চেয়ার বদল ও পদায়ন কার্যকর হয়।

আরও পড়ুন :  চট্টগ্রাম বিমানবন্দরে ৯০ লাখ টাকার সিগারেটভর্তি লাগেজ

সিএমপির সহকারী পুলিশ কমিশনার (সদর ও জনসংযোগ) আমিনুর রশিদ তথ্যটি নিশ্চিত করেছেন। তিনি বলেন, প্রশাসনিক কার্যক্রমের কার্যকারিতা বাড়ানো এবং শহরের নিরাপত্তা আরও সুশৃঙ্খল করতে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

সিএমপি সূত্র জানায়, গত বৃহ¯পতিবার স্বরাষ্ট্র উপদেষ্টার উপস্থিতিতে লটারির মাধ্যমে সিএমপির ১৫ থানার ওসি পদে এই রদবদল স¤পন্ন হয়। পাশাপাশি ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) থেকে একজন নতুন পরিদর্শককে সিএমপিতে পদায়নের সম্ভাবনাও রয়েছে।

আদেশ অনুযায়ী কোতোয়ালী থানার ওসি মো. আব্দুল করিমকে পাঁচলাইশ থানায়, সদরঘাট থানার ওসি মো. আব্দুর রহিমকে বন্দর থানায়, বাকলিয়া থানার ওসি মুহাম্মদ আফতাব উদ্দিনকে কোতোয়ালী থানায়, পাঁচলাইশ থানার ওসি মুহাম্মদ সোলাইমানকে বাকলিয়া থানায়, বায়েজিদ থানার ওসি মো. জসিম উদ্দিনকে চান্দগাঁও থানায়, চান্দগাঁও থানার ওসি জাহেদুল কবিরকে বায়েজিদ থানায়, খুলশী থানার ওসি শাহীনূর আলমকে কর্ণফুলী থানায়, ডবলমুরিং থানার ওসি বাবুল আজাদকে চকবাজার থানায়, হালিশহর থানার ওসি মোহাম্মদ নুরুল আবছারকে পাহাড়তলী থানায় বদলি করা হয়েছে।

আরও পড়ুন :  কাস্টমসের দুই কর্মকর্তার ওপর হামলা, নেপথ্যে কারা?

অন্যদিকে আকবর শাহ থানার ওসি আরিফুর রহমানকে সদরঘাট থানায়, পাহাড়তলী থানার ওসি মোহাম্মদ জামির হোসেন জিয়াকে ডবলমুরিং থানায়, কর্ণফুলী থানার ওসি মো. জাহেদুল ইসলামকে খুলশী থানায়, বন্দর থানার ওসি মোস্তফা আহমেদকে পতেঙ্গা থানায়, পতেঙ্গা থানার ওসি কাজী মুহাম্মদ সুলতান আহসান উদ্দীনকে হালিশহর থানায়, ইপিজেড থানার ওসি কামরুজ্জামানকে আকবর শাহ থানায় এবং চকবাজার থানার ওসি মো. শফিকুল ইসলামকে সিটিএসবি পুলিশের পরিদর্শক হিসেবে বদলি করা হয়েছে।

আরও পড়ুন :  খাতুনগঞ্জে উপচে পড়ছে ভোগ্যপণ্য

যদিও ইপিজেড থানার ওসি কামরুজ্জামানকে আকবর শাহ থানায় বদলি করা হয়েছে, তবে এখনো ইপিজেড থানায় নতুন কোনো ওসি পদায়ন করা হয়নি। সংশ্লিষ্ট কর্তৃপক্ষ জানিয়েছে, শিগগিরই সেখানে নতুন ওসি নিয়োগ দেওয়া হবে।

ঈশান/খম/সুম

আরও পড়ুন

You cannot copy content of this page