
বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) এবারের আসর শুরুর আগে ঘটল বিরল এক ঘটনা। ম্যাচ মাঠে গড়ানোর একদিন আগে ফ্র্যাঞ্চাইজি জানাল মালিকানা প্রত্যাহারের আবেদন। আর্থিক টানাপোড়েনের কারণেই মালিকানা ছাড়তে চাইছে মালিক। এমন সমস্যায় পড়ে অবশেষে দলটির মালিকানা নিল বিসিবি। খেলবে বিপিএল আসরেও।
বৃহস্পতিবার (২৫ ডিসেম্বর) দুপুরে বিষয়টি নিশ্চিত করেছেন বিপিএল গভর্নিং কাউন্সিলের সদস্যসচিব ও বিসিবি পরিচালক ইফতেখার রহমান মিঠু। বিসিবির মিডিয়া কমিটির চেয়ারম্যান আমজাদ হোসেনও বিষয়টি নিশ্চিত করেছেন।
তারা জানান, বিপিএলের এবারের আসর শুরুর একদিন আগে মালিকানা প্রত্যাহারের আবেদন জানিয়েছে চট্টগ্রাম রয়্যালস ফ্র্যাঞ্চাইজি। এ নিয়ে বিসিবিতে একটি চিঠি দিয়েছেন ফ্র্যাঞ্চাইজিটির মালিক আবদুল কাইয়ুম। এখন জরুরি সিদ্ধান্তে দলটির মালিকানা গ্রহণ করেছে বিসিবি।
দলটির মালিকানা পেয়েছিল ট্রায়াঙ্গুল সার্ভিসেস নামে একটি প্রতিষ্ঠান। শুরু থেকেই এ নিয়ে সমালোচনা ছিল। ব্যাংক গ্যারান্টির পুরো টাকাও দেয়নি ফ্র্যাঞ্চাইজিটি। নিয়ম অনুযায়ী টুর্নামেন্ট শুরুর আগেই ক্রিকেটারদের ২৫ শতাংশ পারিশ্রমিক দেওয়ার কথা থাকলেও তা–ও দেয়নি তারা। ফলে দলটির বিদেশি ক্রিকেটাররাও আসতে চাইছিলেন না।
রয়্যালসের তিন বিদেশি ক্রিকেটার টুর্নামেন্ট থেকে নাম প্রত্যাহার করেছিলেন। তারা হলেন– পাকিস্তানের লেগস্পিনার আবরার আহমেদ, আয়ারল্যান্ডের পল স্টার্লিং ও শ্রীলঙ্কার নিরোশান ডিকভেলা।
এবার নিলাম তালিকায় কোটি টাকার ওপরে ওপেনার নাঈম শেখকে নিয়ে আলোচনায় আসে চট্টগ্রাম রয়্যালস। এবারের বিপিএল নিলাম থেকে সবচেয়ে বেশি দামে ক্রিকেটার কেনার রেকর্ডটি তাদেরই। ওপেনার নাঈম শেখকে ১ কোটি ১০ লাখ টাকায় দলে ভিড়িয়েছিল ফ্রাঞ্চাইজিটি।










































