শনিবার- ২৭ ডিসেম্বর, ২০২৫

সময় বাড়িয়ে দরপত্র গ্রহণ

চট্টগ্রামে আরএনবির পোশাক সরবরাহের টেন্ডার পেল ৩ প্রতিষ্ঠান

চট্টগ্রামে আরএনবির পোশাক সরবরাহের টেন্ডার পেল ৩ প্রতিষ্ঠান

রেলওয়ে পূর্বাঞ্চল চট্টগ্রামের নিরাপত্তা বাহিনীর (আরএনবি) পোশাকসামগ্রী সরবরাহের টেন্ডার পেল তিন প্রতিষ্ঠান। প্রতিষ্ঠাগুলো হল আর এস কর্পোরেশন, আনোয়ারা এন্টারপ্রাইজ ও ফেমাস টেইলার্স।

রেলওয়ে নিরাপত্তা বাহিনীর চিফ কমান্ড্যান্ট (পূর্ব) জহিরুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, গত বুধবার (২৪ ডিসেম্বর) দরপত্র মূল্যায়ন কমিটি প্রতিষ্ঠানগুলোর নাম মহাব্যবস্থাপক (পূর্ব) বরাবরে পাঠায়।

কমিটির তথ্যমতে, প্রতিষ্ঠানগুলোর মধ্যে আর এস কর্পোরেশন ৩টি, আনোয়ারা এন্টারপ্রাইজ ২টি এবং ফেমাস টেইলার্স ১টি কাজের আদেশ পান।

আরও পড়ুন :  সেন্টমার্টিনগামী জাহাজে আগুনে কর্মচারী নিহত, রক্ষা পেলেন ১৯৪ পর্যটক

এর আগে গত ২৩ নভেম্বর সিআরবিতে আনোয়ারা এন্টারপ্রাইজসহ পাঁচ প্রতিষ্ঠানের দরপত্র জমা দেওয়ার সময় একদল দুর্বৃত্ত বাধা দেয়। পরে রেলওয়ের পক্ষ থেকে সাতদিন সময় বাড়িয়ে এসব দরপত্র ঢাকায় জমা নেন।

এদিকে দরপত্র যাচাই-বাছাইয়ে পর নমুনা পরীক্ষা করে বুধবার দরপত্র মূল্যায়ন কমিটি মহাব্যবস্থাপক (পূর্ব) বরাবর দাখিল করে।

ঈশান/খম/মম

আরও পড়ুন

You cannot copy content of this page