
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ দিনে সোমবার (২৯ ডিসেম্বর) সকাল থেকে চট্টগ্রামে তিন রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে প্রার্থী ও সমর্থকদেও প্রচন্ড ভিড় জমে। বিপুল উৎসাহ উদ্দীপনা নিয়ে দলের নেতাকর্মীদের নিয়ে প্রার্থীরা মনোনয়নপত্র জমা দেন। অপ্রীতিকর ঘটনা এড়াতে মোতায়েন করা হয় বিপুলসংখ্যক আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য।
সিএমপির কোতোয়ালি থানার ওসি আফতাব উদ্দিন এ তথ্য নিশ্চিত করেন। তিনি বলেন, সোমবার মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ দিন। ফলে বেশির ভাগ প্রার্থী মনোনয়ন পত্র জমা দিতে সকাল ৯টা থেকে চট্টগ্রাম জেলা প্রশাসক, বিভাগীয় কমিশনার ও আঞ্চলিক নির্বাচন কর্মকর্তার কার্যালয়ে আসেন। সাথে নেতাকর্মীরাও ছিল।
বিকাল ৫টা পর্যন্ত প্রার্থীরা চট্টগ্রামের তিন রিটার্নিং কর্মকর্তা ও সংশ্লিষ্ট সহকারী রিটার্নিং কর্মকর্তাদের কার্যালয়ে মনোনয়ন ফরম জমা দেন। এতে প্রচন্ড ভিড় জমে। তবে যেকোনও ধরনের অপ্রীতিকর ঘটনা এড়াতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সতর্ক অবস্থানে ছিল। এখন পর্যন্ত পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।
চট্টগ্রামের তিন রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ের তথ্যমতে, রবিবার (২৮ ডিসেম্বর) পর্যন্ত চট্টগ্রামের ১৬ আসনে বিভিন্ন রাজনৈতিক দল এবং স্বতন্ত্রসহ মোট ২২৬ জন প্রার্থী মনোনয়নপত্র সংগ্রহ করেছেন। যার মধ্যে রয়েছেন বিএনপি, জামায়াতে ইসলামী, জাতীয় নাগরিক পার্টি (এনসিপি), গণঅধিকার পরিষদ, জাতীয় পার্টি, বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি), এলডিপি, গণফোরাম, ইসলামী আন্দোলনসহ ২৯টি রাজনৈতিক দলের প্রার্থীরা। তারা রিটার্নিং কর্মকর্তার কার্যালয় থেকে মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন। ২৯ ডিসেম্বর শেষদিনের হিসাব সম্পন্ন করার পর সব তথ্য জানা যাবে। যা শেষ হতে রাত হতে পারে।
ঘোষিত তফসিল অনুযায়ী, ত্রয়োদশ সংসদ নির্বাচনের মনোনয়ন বাছাই ৩০ ডিসেম্বর থেকে ৪ জানুয়ারি। রিটার্নিং কর্মকর্তার বিরুদ্ধে আপিল দায়ের ৫ থেকে ৯ জানুয়ারি। আপিল নি®পত্তি ১০ থেকে ১৮ জানুয়ারি। প্রার্থিতা প্রত্যাহারের শেষ সময় ২০ জানুয়ারি। প্রতীক বরাদ্দ ২১ জানুয়ারি। ভোটগ্রহণ আগামী বছরের ১২ ফেব্রুয়ারি।
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে চট্টগ্রামের ১৬টি আসনে মোট ভোটার সংখ্যা ৬৬ লাখ ৮২ হাজার ৫১৭ জন। এর মধ্যে পুরুষ ৩৪ লাখ ৮৩ হাজার ৮৭৭ জন এবং নারী ৩১ লাখ ৯৮ হাজার ৫৭০ জন। এবার তৃতীয় লিঙ্গের ভোটার ৭০ জন। এবার চট্টগ্রামের ১৬ আসনে মোট ভোটকেন্দ্র ১ হাজার ৯৬৫টি এবং বুথ ১২ হাজার ৫৯৫টি।









































