
চট্টগ্রাম মহানগরের ঐতিহ্যবাহী পলোগ্রাউন্ড মাঠে বিএনপির জনসভা অনুষ্ঠিত হবে আগামী ২৫ জানুয়ারি রবিবার। জনসভায় প্রধান অতিথি হিসেবে স্বশরীরে উপস্থিত থেকে বক্তব্য রাখবেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান।
রবিবার (১৮ জানুয়ারি) এ জনসভার তথ্য নিশ্চিত করেছেন দলটির চট্টগ্রাম মহানগর কমিটির যুগ্ম আহবায়ক শওকত আজম খাজা।
তিনি বলেন, ২৪ জানুয়ারি রাতে বিএনপির চেয়ারম্যান তারেক রহমান চট্টগ্রামে আসবেন। এরপরের দিন (২৫ জানুয়ারি) রবিবার সকাল ১০টায় জনসভাটি শুরু হবে। চট্টগ্রাম মহানগর, উত্তর ও দক্ষিণ জেলা এ জনসভাটি আয়োজিত করছে।
দলীয় সূত্র জানায়, দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এবং স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরীর সার্বিক নির্দেশনায় মাঠ প্রস্তুত, মঞ্চ নির্মাণ, দর্শক ব্যবস্থাপনা ও শৃঙ্খলা রক্ষার কাজ এগিয়ে নেওয়া হচ্ছে। ভেন্যু ব্যবস্থাপনার দায়িত্ব পেয়েছেন চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র ডা. শাহাদাত হোসেন।
ডা. শাহাদাত হোসেন বলেন, জনসভার জন্য পলোগ্রাউন্ড মাঠকে উপযোগী করে তুলতে প্রয়োজনীয় সব প্রস্তুতি নেওয়া হচ্ছে। আগত নেতাকর্মী ও সাধারণ মানুষের নিরাপত্তা, যাতায়াত ও স্বাচ্ছন্দ্যের বিষয়টি বিশেষ গুরুত্ব দিয়ে দেখা হচ্ছে।
বিএনপির নেতারা জানান, চট্টগ্রামে এই জনসভা ঘিরে নেতাকর্মীদের মধ্যে ব্যাপক উদ্দীপনা তৈরি হয়েছে। দীর্ঘদিন পর দলের শীর্ষ নেতৃত্বের সরাসরি উপস্থিতিতে আয়োজিত এই কর্মসূচি রাজনৈতিকভাবে গুরুত্বপূর্ণ বার্তা দেবে বলে তাদের আশা।
চট্টগ্রাম মহানগর বিএনপির সদস্য সচিব নাজিমুর রহমান বলেন, প্রায় ২০ বছর ৭ মাস পর চট্টগ্রামে আসছেন তারেক রহমান। ২০০৫ সালের ৬ মে সর্বশেষ চট্টগ্রাম সফর করেছিলেন তিনি। এই সফর সাংগঠনিকভাবে নেতাকর্মীদের আরও ঐক্যবদ্ধ করবে এবং দীর্ঘদিনের হতাশা কাটাতে সহায়ক হবে।
এর আগে গত ১৮ জানুয়ারি চট্টগ্রাম সফরে আসার কথা ছিল বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের। এদিন সন্ধ্যায় তিনি চট্টগ্রাম মহানগরীর জমিয়তুল ফালাহ মসজিদে সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার আত্নার মাগফেরাত কামনায় আয়োজিত দোয়া মাহফিলে অংশ নেওয়ার কর্মসূচি ছিল।
এর আগে তিনি ঢাকা থেকে সরাসরি বিমানে কক্সবাজারে শহীদ ছাত্রদল নেতা ওয়াসিম আকরামের কবর জেয়ারত ও দোয়া মাহফিলে অংশগ্রহণ শেষে পরিবারের সঙ্গে সাক্ষাৎ করার কর্মসূচি ছিল। কিন্তু ব্যস্ততার কারণে তিনি এই কর্মসূচি স্থগিত করেন। পরে আগামী ২৫ জানুয়ারি চট্টগ্রামের পলোগ্রাউন্ড মাঠে জনসভার কর্মসূচি গ্রহণ করেন তারেক রহমান।










































