
বৈষম্যমুক্ত জাতীয় ৯ম পে-স্কেলের গেজেট দ্রুত বাস্তবায়নের দাবিতে চট্টগ্রামে বিক্ষোভ মিছিল করেছেন বাংলাদেশ রেলওয়ের ১১-২০ গ্রেডভুক্ত কর্মচারীরা।
বৃহ¯পতিবার (২৯ জানুয়ারি) সকাল ১০টা থেকে দুপুর ১২টা পর্যন্ত চট্টগ্রাম মহানগরীর পাহাড়তলী রেলওয়ে ওয়ার্কশপ প্রাঙ্গণে এ বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়।
বাংলাদেশ সরকারি কর্মচারী দাবি আদায় ঐক্য পরিষদের কেন্দ্র ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে এ কর্মসূচি পালন করা হয়। মিছিলে বাংলাদেশ রেলওয়ে কারখানা, ডিজেল শপ, লোকোসেড ও পাহাড়তলীর ৩০০ থেকে ৪০০ কর্মচারী অংশ নেন।
মিছিলটি পাহাড়তলী রেলওয়ে ওয়ার্কশপ থেকে শুরু হয়ে পুলিশ বিট পর্যন্ত অগ্রসর হয় এবং পরে বিভাগীয় ট্রেন কন্ট্রোল অফিসের সামনে সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়।
সমাবেশে সরকারি, স্বায়ত্তশাসিত, আধা-সরকারি ও কর্পোরেশনভুক্ত কর্মচারীদের জন্য বৈষম্যমুক্ত ৯ম পে-স্কেলের গেজেট দ্রুত বাস্তবায়নের দাবি জানান বক্তারা।
বক্তারা বলেন, ৩১ জানুয়ারি ২০২৬-এর মধ্যে ৯ম পে-স্কেল বাস্তবায়ন না হলে পরবর্তী সময়ে রেল চলাচলে শাটডাউন কর্মসূচি পালনের ঘোষণা দেওয়া হবে। দাবি আদায়ে কঠোর কর্মসূচিতে যেতে তারা বাধ্য হবেন বলেও হুঁশিয়ারি দেন বক্তারা।
বিক্ষোভ মিছিলে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় ফোরামের সাধারণ স¤পাদক মো. লুৎফর রহমান, মো. মিজানুর রহমানসহ চট্টগ্রাম রেলওয়ের বিভিন্ন ইউনিটের শ্রমিক ও কর্মচারীরা।












































