বৃহস্পতিবার- ১৩ মার্চ, ২০২৫

কান উৎসব মাতাচ্ছেন ভারতীয় তারকরা

print news

প্রতিবারের মতো এবারও কান আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবেও সরব উপস্থিতি একাধিক ভারতীয় তারকার। উৎসবের প্রথম দিন গোলাপি গাউনে সেজেছিলেন বলিউড তারকা উর্বশী রাউতেলা। গলায় পরেছিলেন সরীসৃপের আদলে তৈরি গয়না।

যা নিয়ে আলোচনা কম হয়নি। দ্বিতীয় দিনে কমলা রঙের একটি গাউন পরে কানের লাল গালিচায় এসেছিলেন তিনি। এদিন উর্বশীকে চিনতে পারেননি সেখানে উপস্থিত আলোকচিত্রীরা। তাকে অন্য এক তারকা ভেবে ভুল করে বসলেন চিত্রগ্রাহকরা। আর সেই তারকা হলেন ঐশ্বরিয়া। উর্বশী রউতেলাকে ঐশ্বরিয়া নামে ডেকে বসলেন আলোকচিত্রীরা।

di67ফ্রান্সের কান সৈকতে চলছে ৭৬তম কান চলচ্চিত্র উৎসব। এই উৎসবে যোগ দিয়েছেন বলিউড অভিনেত্রী উর্বশী রাউতেলা। উৎসবে দেখানো হবে তার নতুন ছবি। এ ছাড়া ফটোকল লঞ্চ ইভেন্টেও অংশ নেবেন তিনি। সোনালি রঙের টিকটিকি নেকলেস পরে ফ্লোরাল রাফেল হট পিঙ্ক বল গাউনে কানের রেড কার্পেটে হেঁটে ইতিমধ্যে নজর কেড়েছেন এই বলি সুন্দরী।

জানা গেছে, প্রয়াত অভিনেত্রী পারভিন ববির ‘জীবনী’ ছবিতে দেখা যাবে উর্বশীকে। তিনি বলেন, আমি পারভিন ববির বায়োপিকের কেন্দ্রীয় চরিত্রে কাজ করছি। বিশ্বের অন্যতম সেরা চলচ্চিত্র উৎসবের মধ্যে কান ফিল্ম ফেস্টিভ্যাল অন্যতম। এ রকম সম্মানীয় একটি ফিল্ম ফেস্টিভ্যালের অংশ হতে পেরে আমি ধন্য। এটা আমার ক্যারিয়ারে সাফল্যের আরও একটা মাইলস্টোন।

আরও পড়ুন

No more posts to show

You cannot copy content of this page