
অনেকেই জানেন না, দীর্ঘদিন সিমে রিচার্জ না করলে, ব্যবহার না করলে এর মালিকানা চলে যায়। কিন্তু কতদিন সিম অবহৃত থাকলে এর মালিকানা চলে যাবে সে সম্পর্কে জানিয়েছে বিটিআরসি।
সূত্র জানায়, নতুন নিয়ম অনুযায়ী টানা ১৫ মাস বা ৪৫০ দিন একটি সিম ব্যবহার না করলে সেটির মালিকানা ধরে রাখতে বাড়তি ৩০ দিন সময় পাবেন গ্রাহক। অর্থাৎ ৪৮০ দিনের মধ্যে বন্ধ থাকা সিমটি চালু না করা হলে সেটির মালিকানা আর গ্রাহকের থাকবে না।
এ সময়ের মধ্যে সিম সচল না করা হলে সংশ্লিষ্ট মুঠোফোন অপারেটর সেটি নতুন করে আবার বিক্রি করতে পারবে। দেশে বর্তমানে মোবাইল অপারেটর সেবাদানকারী প্রতিষ্ঠানের মধ্যে রয়েছে—গ্রামীণফোন, বাংলালিংক, রবি ও টেলিটক।
এই কোম্পানিগুলো বিটিআরসির নিয়ম অনুযায়ী তাদের কার্যক্রম পরিচালনা করে। অর্থাৎ দেশে সিমের ব্যবহার সংক্রান্ত সবকিছুই নিয়ন্ত্রণ করে বিটিআরসি।













































