বৃহস্পতিবার- ৪ ডিসেম্বর, ২০২৫

পেসার হাসান মাহমুদ ডেঙ্গু আক্রান্ত

ভাইরাসজনিত মশাবাহী রোগ ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়েছেন জাতীয় দলের তরুণ পেসার হাসান মাহমুদ। তবে হাসানের শারীরিক অবস্থা স্থিতিশীল। তাকে বাসাতে রেখেই চিকিৎসা দেওয়া হচ্ছে।

বিসিবির একটি সূত্র বিষয়টি নিশ্চিত করেছে। আসন্ন এশিয়া কাপ ও বিশ্বকাপকে সামনে রেখে অনুশীলন ক্যাম্প শুরু হয়েছে বাংলাদেশি ক্রিকেটারদের। প্রথম তিন দিন বিভিন্ন ধরনের স্বাস্থ্য পরীক্ষা চলছে ক্রিকেটারদের। হাসানের জ্বর থাকায় তার ডেঙ্গু পরীক্ষা করানো হয়। তাতেই ডেঙ্গু আক্রান্তের বিষয়টি নিশ্চিত হওয়া যায়।

আরও পড়ুন :  এফ. এ. ক্রিয়েটিভ ফার্ম লিমিটেডের যুগপূর্তিতে দু‘দিনের উৎসব

আগামী ৭ আগস্ট পর্যন্ত ফিটনেস ক্যাম্প চলবে ক্রিকেটারদের। ৮ আগস্ট থেকে শুরু হবে স্কিল ক্যাম্প। স্কিল ক্যাম্প শুরু হওয়ার আগে এশিয়া কাপের জন্য চূড়ান্ত দল ঘোষণা হওয়ার কথা।

আরও পড়ুন

You cannot copy content of this page