শুক্রবার- ১৪ মার্চ, ২০২৫

বন্যায় ক্ষতিগ্রস্ত পার্বত্য চট্টগ্রামের পাশে যুক্তরাজ্য

print news

বন্যায় ক্ষতিগ্রস্ত পার্বত্য চট্টগ্রামের বান্দরবান, রাঙামাটি ও কক্সবাজার জেলায় বন্যায় ক্ষতিগ্রস্ত ১৮ হাজারেরও বেশি মানুষের জন্য ৩ কোটি ৪০ লাখ টাকার বেশি (২ লাখ ৫০ হাজার পাউন্ড) মানবিক সহায়তা দিয়েছে যুক্তরাজ্য। যুক্তরাজ্য সরকারের ওয়েবসাইটে এক বিবৃতিতে এ তথ্য জানানো হয়েছে।

স্টার্ট ফান্ড বাংলাদেশ এসব অর্থ বরাদ্দে কারিতাস বাংলাদেশ এবং অ্যাকশন এইড বাংলাদেশের সঙ্গে কাজ করবে। দুর্যোগ মোকাবিলায় বাংলাদেশ সরকারের উদ্যোগের প্রশংসা করে যুক্তরাজ্য এই সহযোগিতা দিয়েছে বলেও বিবৃতিতে উল্লেখ করা হয়েছে।

এ বিষয়ে বাংলাদেশে নিযুক্ত ব্রিটিশ হাইকমিশনার সারাহ কুক বলেছেন, যুক্তরাজ্য বাংলাদেশের পূর্বাঞ্চলে ভয়াবহ বন্যায় ক্ষতিগ্রস্ত সবার পাশে দাঁড়িয়েছে। জরুরি প্রয়োজনে সাড়া দিতে যুক্তরাজ্য ২ লাখ ৫০ হাজার পাউন্ড মানবিক সহায়তার ঘোষণা দিয়েছে। এতে আমি আনন্দিত।

‘এই সহায়তা খাদ্য, বিশুদ্ধ পানি, স্যানিটেশন, স্বাস্থ্য কিট, আশ্রয় সামগ্রীসহ ক্ষতিগ্রস্ত ১৮ হাজারেরও বেশি মানুষকে নগদ অর্থসহ প্রয়োজনীয় ত্রাণসামগ্রী সরবরাহ করবে। এটি দুর্যোগ মোকাবিলায় বাংলাদেশ সরকারের উদ্যোগের পরিপূরক। পাশাপাশি বাংলাদেশে দুর্যোগের প্রস্তুতি ও দুর্যোগ-পরবর্তী ব্যবস্থায় যুক্তরাজ্যের দীর্ঘদিন ধরে করে আসা সাহায্যের অংশ।’

আরও পড়ুন

No more posts to show

You cannot copy content of this page