শুক্রবার- ৫ সেপ্টেম্বর, ২০২৫

চট্টগ্রাম বিমানবন্দরে ভারতীয় নাগরিকের কাছে মিলল অবৈধ সোনা

চট্টগ্রামের শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে সংযুক্ত আরব আমিরাতের শারজাহ থেকে বাংলাদেশ বিমানের ফ্লাইটে আসা ভারতীয় পাসপোর্টধারী এক নাগরিকের কাছ থেকে প্রায় এক কেজি ওজনের অবৈধ সোনা উদ্ধার করা হয়েছে।

একইসাথে ওই ফ্লাইটের ওয়াশরুমের ডাস্টবিন থেকেও পরিত্যক্ত অবস্থায় ৬টি সোনার বার উদ্ধার করা হয়েছে। শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তরের কর্মকর্তারা অভিযান চালিয়ে এসব সোনা উদ্ধার করে।

আরও পড়ুন :  চবির শিক্ষার্থীদের সঙ্গে সংঘর্ষে চিহ্নিত ৯ অস্ত্রধারী

সোমবার (২১ আগস্ট) বিকেলে এ তথ্য জানান শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তরের রাজস্ব কর্মকর্তা কে এম সালেম। তিনি বলেন, সংযুক্ত আরব আমিরাতের শারজাহ থেকে বাংলাদেশ বিমানের ফ্লাইট বিজি ১৫২ যোগে আসা ভারতীয় যাত্রী তুষার নাগীন দাসের কাছ থেকে ৪২০ গ্রাম সোনা এবং কাপড়ে পেস্ট করে লাগানো প্রায় ৫০০ গ্রাম সোনা জব্দ করা হয়।

আরও পড়ুন :  আগস্টে লুট হওয়া অস্ত্র শনাক্ত করা যাচ্ছে না

একই ফ্লাইটের ওয়াশরুমের ডাস্টবিন থেকেও পরিত্যক্ত অবস্থায় ৬টি সোনার বার উদ্ধার করা হয়েছে। এই ফ্লাইটে আসা এক যাত্রী অবৈধভাবে আনা সোনার বার ওয়াশরুমে হাতবদল করবেন, গোপন সূত্রে এমন তথ্যের ভিত্তিতে অভিযান পরিচালনা করা হয়। এসময় পরিত্যক্ত অবস্থায় ডাস্টবিন থেকে সোনার বারগুলো উদ্ধার করা হয়।

এরপর অভিযানে ভারতীয় নাগরিক তুষার নাগীন দাসের কাছ থেকে প্রায় এক কেজি সোনা উদ্ধার করা হয়। এ ঘটনায় অভিযুক্ত ভারতীয় নাগরিকের বিরুদ্ধে মামলাসহ প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হয়েছে বলেও জানান শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তরের রাজস্ব কর্মকর্তা কে এম সালেম।

আরও পড়ুন :  ধরপাকড় শুরু, পুরুষশূন্য জোবরা গ্রাম

আরও পড়ুন