রবিবার- ১৮ জানুয়ারি, ২০২৬

মমতাজের হাতে আলাদিনের চেরাগ!

মানিকগঞ্জ-২ আসনের এমপি কণ্ঠশিল্পী মমতাজ বেগমের আয় ও সম্পদ দুটোই বেড়েছে। ঢাকার মহাখালীতে রয়েছে প্রায় সাত কোটি টাকা দামের বাড়ি। আর এক কোটিরও বেশি টাকা দামের গাড়ি। গত ৫ বছরে তিনি এই সম্পদের মালিক হয়েছেন। যা আলাদিনের চেরাগ পাওয়ার মতো।

আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে জমা দেওয়া হলফনামায় এ তথ্য মিলেছে। হলফনামায় মমতাজ স্বামীর নামে নগদ পাঁচ লাখ টাকা, ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানে জমা ১৮ লাখ টাকা ও আট লাখ টাকা দামের গাড়ি কথাও উল্লেখ রয়েছে।

হলফনামার বিবরণ মতে, গত পাঁচ বছরে এমপি মমতাজের ঋণের পরিমাণ কমেছে। সারা বছর গান থেকে দেশের জনপ্রিয় এই গায়িকা আয় দেখিয়েছেন সাত লাখ টাকা। একাদশ সংসদ নির্বাচনে হলফনামায় তার গান থেকে আয় দেখানো হয়েছিল চার লাখ ৮৫ হাজার টাকা। দশম সংসদ নির্বাচনে দেখিয়েছিলেন তিন লাখ ৩০ হাজার টাকা।

আরও পড়ুন :  চট্টগ্রামে ৩৩০ সন্ত্রাসীর প্রবেশে নিষেধাজ্ঞা (তালিকা দেখুন)

এবারের হলফনামায় তার বিরুদ্ধে দেশে কোনো ফৌজদারি মামলার কথা উল্লেখ নেই। তবে ওপার বাংলা কলকাতার হাইকোর্ট ও বহরমপুর জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট দ্বিতীয় আদালতে তার বিরুদ্ধে দুটি মামলা রয়েছে। প্রতারণা ও শর্ত ভঙ্গ করা দুই মামলার একটি সাক্ষ্য আরেকটি শুনানির পর্যায়ে আছে।

মানিকগঞ্জ-২ আসনের এমপি মমতাজ দশম, একাদশ ও দ্বাদশ সংসদ নির্বাচনের হলফনামা অনুসন্ধান করে দেখা গেছে, এবারেরটিতে স্বামীর নাম ও শিক্ষাগত যোগ্যতার পরিবর্তন হয়েছে। দ্বিতীয় স্বামী মানিকগঞ্জ পৌরসভার মেয়র রমজান আলীর পরিবর্তে উল্লেখ রয়েছে ডা. এএসএম মঈন হাসানের নাম।

হলফনামার তথ্য অনুযায়ী, মমতাজ বেগমের পাঁচ বছরে আয় বেড়েছে প্রায় ২৮ শতাংশ। ২০১৮ সালে তার বাৎসরিক আয় ছিল ৩৮ লাখ ৮৪ হাজার ২৭৬ টাকা। ২০২৩ সালের হলফনামায় তার আয় দেখানো হয়েছে ৪৯ লাখ ৫৭ হাজার ৮৮৮ টাকা। এর মধ্যে তার গান পেশা থেকে বছরে আয় সাত লাখ টাকা। বাকিটা কৃষি খাত থেকে ৩ লাখ, বাড়ি অ্যাপার্টমেন্ট ও দোকান ভাড়া থেকে ১০ লাখ ৮২ হাজার ৯৯৭ টাকা এবং শেয়ার সঞ্চয়পত্র অথবা ব্যাংক আমানত থেকে আসে ৫ লাখ ৫৬ হাজার ৮৯১ টাকা।

আরও পড়ুন :  সন্দ্বীপের সঙ্গে যুক্ত হলো ভাসানচর

সংসদ সদস্য ভাতা ও আনুষঙ্গিক পারিতোষিক বাবদ তিনি বছরে আয় করেন ১৬ লাখ ৫৮ হাজার টাকা। অস্থাবর সম্পত্তি হিসাবে মমতাজের হাতে আছে নগদ পাঁচ লাখ টাকা। ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানে তার জমা অর্থের পরিমাণ ১৮ লাখ ৮৫ হাজার ২১৮ টাকা। মধু উজালা কোল্ড স্টোরেজ লিমিটেডের তিন কোটি ৫০ লাখ ৭০ হাজার টাকা মূল্যের শেয়ার আছে তার। সঞ্চয়পত্র আছে ৪৫ লাখ টাকার। মমতাজের নামে গাড়ি আছে তিনটি। ল্যান্ড ক্রুজার নামে একটি গাড়ির দাম এক কোটি তিন লাখ ১২ হাজার ৫০০ টাকা।

আরও পড়ুন :  চট্টগ্রামে তারেক রহমানের জনসভা রবিবার

এ ছাড়া ল্যান্ড ক্রুজার ভি-৮ মডেলের গাড়ির দাম ৪৬ লাখ ২০ হাজার টাকা এবং ২৮ লাখ টাকা মূল্যের টয়োটা হাইয়েস আছে তার। নির্ভরশীলদের নামে মধু উজালা কোল্ড স্টোরেজের শেয়ার আছে ৬৫ লাখ ৭৬ হাজার টাকার।

একাদশ সংসদ নির্বাচনের হলফনামায় ১২০০ শতাংশ অকৃষি জমি উল্লেখ করলেও ৭০০ শতাংশ কমে ৫০০ শতাংশ দাঁড়িয়েছে। ছয় কোটি ৯৯ লাখ ৯৮ হাজার ৫০০ টাকা মূল্যমানের মহাখালীতে পাঁচ তলা বিশিষ্ট এবং সিংগাইরের জয়মন্ডপ এলাকায় দুই তলা বিশিষ্ট দুটি বাড়ি আছে এই এমপির। যার মূল্য দেখানো হয়েছে ৫৭ লাখ পাঁচ হাজার ৪৪০ টাকা।

২০১৩ সাল থেকে ২০২৩ সাল পর্যন্ত এ নিয়ে তৃতীয়বারের মতো নৌকা প্রতীকে মানিকগঞ্জ-২ আসন থেকে নির্বাচন করছেন মমতাজ।

আরও পড়ুন

You cannot copy content of this page