
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে চট্টগ্রাম জেলার ১৬ আসনে ভোট দিবেন ৬৫ লাখ ৭৬ হাজার ৯২৫ জন ভোটার। তাদের মধ্যে ৩৪ লাখ ৬৩ হাজার ৫৮৩ জন পুরুষ, ৩১ লাখ ১৩ হাজার ২৮১ জন নারী এবং ৬১ জন হিজরা।
চট্টগ্রাম আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা মো. ইউনুচ আলী শনিবার (০৬ জানুয়ারি) এ তথ্য জানিয়েছেন। তিনি বলেন, আগামীকাল ৭ জানুয়ারি সকাল ৮টা থেকে ভোটগ্রহণ শুরু হবে। বিকেল ৪টা পর্যন্ত টানা ভোটগ্রহণ চলবে। ভোটগ্রহণের সকল প্রস্তুতি সম্পন্ন হয়েছে বলে জানান তিনি।
কোন আসনে কত ভোটার
চট্টগ্রাম-১ (মীরসরাই) আসনে মোট ভোটার ৩ লাখ ৬৬ হাজার ৩১৪ জন।
চট্টগ্রাম-২ (ফটিকছড়ি) আসনে মোট ভোটার ৪ লাখ ৮৯ হাজার ২২৭ জন।
চট্টগ্রাম-৩ (সন্দ্বীপ) আসনে মোট ভোটার ২ লাখ ৫৬ হাজার ৯৮১ জন।
চট্টগ্রাম-৪ (সীতাকুন্ড এবং সিসিসির ৯ ও ১০ নম্বর ওয়ার্ড) আসনে মোট ভোটার ৪ লাখ ৫১ হাজার ৫৭১ জন।
চট্টগ্রাম-৫ (হাটহাজারী এবং সিসিসির ১ ও ২ নম্বর ওয়ার্ড) আসনে মোট ভোটার ৫ লাখ ১০ হাজার ১৯৯ জন।
চট্টগ্রাম-৬ (রাউজান) আসনে মোট ভোটার ৩ লাখ ৩৮ হাজার ২০৭ জন।
চট্টগ্রাম-৭ (রাঙ্গুনিয়া এবং বোয়ালখালীর শ্রীপুর ও খরণদ্বীপ ইউনিয়ন) আসনে মোট ভোটার ৩ লাখ ১২ হাজার ৮৫৬ জন।
চট্টগ্রাম-৮ (বোয়ালখালী এবং নগরীর চান্দগাঁও ও বায়েজিদ আংশিক) আসনে মোট ভোটার ৫ লাখ ৪৩ হাজার ১৪৭ জন।
চট্টগ্রাম-৯ (কোতোয়ালি-বাকলিয়া) আসনে মোট ভোটার ৪ লাখ ১৭ হাজার ৯৪৭ জন।
চট্টগ্রাম-১০ (ডবলমুরিং) আসনে মোট ভোটার ৪ লাখ ৪২ হাজার ২১১ জন।
চট্টগ্রাম-১১ (বন্দর-পতেঙ্গা) আসনে মোট ভোটার ৫ লাখ ১৬ হাজার ৯৮৩ জন।
চট্টগ্রাম-১২ (পটিয়া) আসনে মোট ভোটার ৩ লাখ ২৭ হাজার ৮১৫ জন।
চট্টগ্রাম-১৩ (আনোয়ারা-কর্ণফুলী) আসনে মোট ভোটার ৩ লাখ ৫৮ হাজার ২৩৬ জন।
চট্টগ্রাম-১৪ (চন্দনাইশ উপজেলা এবং সাতকানিয়া উপজেলার কেওচিয়া, কালিয়াইশ, বাজালিয়া, ধর্মপুর ও পুরানগড়) আসনে মোট ভোটার ৩ লাখ ১৩ হাজার ৮১০ জন।
চট্টগ্রাম-১৫ (লোহাগাড়া ও সাতকানিয়া উপজেলা) আসনে মোট ভোটার ৪ লাখ ৮৮ হাজার ৭৮৭ জন।
চট্টগ্রাম-১৬ (বাঁশখালী) আসনে মোট ভোটার ৩ লাখ ৯৭ হাজার ৯১৯ জন।
প্রসঙ্গত, একাদশ জাতীয় সংসদ নির্বাচনে জেলার ১৬টি আসনে মোট ভোটার ছিল ৫৬ লাখ ৩৭ হাজার ৪৬১ জন। সে হিসেবে এবার ভোটার বেড়েছে ৯ লাখ ৩৯ হাজার ৪৬৪ জন। এর মধ্যে ৩ লাখ ৬৬ হাজারই তরুণ ভোটার।
ঈশান/খম/মউ