রবিবার- ৭ সেপ্টেম্বর, ২০২৫

চট্টগ্রামে ভোটারদের কেন্দ্রে যেতে বাধা, পুলিশ-বিএনপি সংঘর্ষ

ভোটারদের কেন্দ্রে যেতে বাধা দেওয়ায় চট্টগ্রাম-৮ আসনের চান্দগাঁও মৌলভী পুকুর পাড় এলাকায় পুলিশের সঙ্গে বিএনপির সমর্থকদের সংঘর্ষের ঘটনা ঘটেছে।

রোববার (৭ জানুয়ারি) সকাল সাড়ে ৯টার দিকে এ সংঘর্ষ হয় বলে জানান চান্দগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহিদুল কবির।

তিনি জানান, বিএনপির নেতা-কর্মীরা ভোটারদের কেন্দ্রে যেতে বাধা দেওয়ার সময় পুলিশ সেখানে যায়। এ সময় পুলিশ ধাওয়া দিলে বিএনপি নেতা-কর্মীরা পুলিশকে লক্ষ্য করে ইট-পাটকেল নিক্ষেপ করে। এতে কোন পুলিশ সদস্য হতাহত হয়নি। পরিস্থিতি এখন পুলিশের নিয়ন্ত্রণে রয়েছে।

আরও পড়ুন :  রেলে ‘অচল’ দুই ওয়াশপিট, ১৯ কোটি টাকা লুট!

প্রতক্ষ্যদর্শীরা জানান, মহানগরীর চান্দগাঁও এলাকার মৌলভী পুকুর এলাকায় ভোটারদের ভোট কেন্দ্রে যেতে বাধা দিচ্ছিল বিএনপি নেতাকর্মীরা। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে তাদের ধাওয়া দেয়। এ সময় বিএনপি নেতা-কর্মীরা পুলিশকে লক্ষ্য করে ইট-পাটকেল নিক্ষেপ করে পালিয়ে যায়।

ঈশান/খম/সুম

আরও পড়ুন