সোমবার- ১৯ জানুয়ারি, ২০২৬

পাহাড়তলীতে নৌকা-স্বতন্ত্র গোলাগুলি, গুলিবিদ্ধ ২

পিস্তল দিয়ে গুলি করা ব্ল্যাক শামীম চসিক কাউন্সিলর ওয়াসিমের লোক

চট্টগ্রাম-১০ আসনের খুলশীর পাহাড়তলী বিশ্ববিদ্যালয় কলেজ কেন্দ্রের বাইরে ফুলকপি প্রতীকের স্বতন্ত্র প্রার্থী মো. মনজুর আলম ও আওয়ামী লীগের প্রার্থী মহিউদ্দিন বাচ্চুর কর্মী-সমর্থকদের মধ্যে গোলাগুলির ঘটনা ঘটেছে। এ সময় গুলিবিদ্ধ হয়েছেন দুই যুবক। এরা হলেন- শান্ত বড়ুয়া (২৪) ও মো. জামাল (৩৫)। দুজনই চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে (চমেক) ভর্তি করা হয়েছে।

রবিবার (৭ জানুয়ারি) সকাল ১১টার দিকে এ ঘটনা ঘটে। ঘটনার পরপরই ভোটকেন্দ্রের বাইরে পুলিশ, বিজিবি ও র‌্যাবের সরব উপস্থিতি দেখা গেছে। বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। গোলাগুলির পর কিছুটা আতঙ্ক বিরাজ করায় ভোটার উপস্থিতি কমে গেছে।

আরও পড়ুন :  চট্টগ্রামে ৩৩০ সন্ত্রাসীর প্রবেশে নিষেধাজ্ঞা (তালিকা দেখুন)

খুলশী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নেয়ামত উল্লাহ এ তথ্য নিশ্চিত করেন। তিনি বলেন, কেন্দ্রের ভেতর কোনো ধরনের ঝামেলা হয়নি। যা হয়েছে তা কেন্দ্রের বাইরে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দু‘পক্ষের কর্মী-সমর্থকদের মধ্যে। তাদের গোলাগুলিতে দু‘জন গুরিবিদ্ধ হয়েছেন। তারা চমেক হাসপাতালে চিকি’সাধীন রয়েছে। কেন্দ্রে পুলিশ মোতায়েন করা আছে। এখন পরিস্থিতি স্বাভাবিক। ভোটকেন্দ্রে ভোটার উপস্থিতি রোধ করতেই এই ধরনের কর্মকান্ড হতে পারে বলে ধারণা করা হচ্ছে।

আরও পড়ুন :  চট্টগ্রাম বন্দরে এবার সর্বোচ্চ আয়ের রেকর্ড

চট্টগ্রাম-১০ (পাহাড়তলী- ডবলমুরিং) আসনের সহকারী রিটার্নিং অফিসার মো. মোস্তফা কামাল (১৩, ১৪ ও ২৪, ২৫ নম্বর ওয়ার্ড) এ প্রসঙ্গে বলেন, আমি কন্ট্রোল রুমে আছি। প্রিজাইডিং অফিসার থেকে শুনেছি ঘটনাটি ৬৭ নম্বর কেন্দ্রের বাইরে ঘটেছে। কেন্দ্রের ভেতরে কোনো ধরনের সমস্যা হয়নি।

পাহাড়তলী বিশ্ববিদ্যালয় কলেজের প্রিজাইডিং অফিসার মো. মিজান উদ্দীন খান বলেন, যে ঘটনা ঘটেছে তা কেন্দ্রের বাইরে। এখানে দুই ঘণ্টায় ভোট কাস্ট হয়েছে ৩০৬টি। এই কলেজের চার কেন্দ্রে মোট ভোটার ১১ হাজার ১৫৩ জন।

আরও পড়ুন :  সন্দ্বীপের সঙ্গে যুক্ত হলো ভাসানচর

ঈশান/সুম/সুপ

আরও পড়ুন

You cannot copy content of this page