সোমবার- ১ সেপ্টেম্বর, ২০২৫

সংসদের হুইপ হচ্ছেন মাশরাফি

সংসদের হুইপ হচ্ছেন মাশরাফি

জাতীয় সংসদের হুইপ হচ্ছেন বাংলাদেশ ক্রিকেট দলের সাবেক অধিনায়ক ও নড়াইল-২ আসন থেকে দ্বিতীয়বারের মতো নির্বাচিত সংসদ সদস্য মাশরাফি বিন মোর্ত্তজা। তার সঙ্গে হুইপ হচ্ছেন আরও দুই নতুন মুখ।

তারা হলেন- নারায়গঞ্জ-২ আসনের সংসদ সদস্য নজরুল ইসলাম বাবু এবং কক্সবাজার-৩ আসনের সংসদ সদস্য সাইমুম সরওয়ার কমল। এ ছাড়া একাদশ সংসদের হুইপ ইকবালুর রহিম ও আবু সাঈদ আল মাহমুদ স্বপন একই পদে বহাল থাকছেন।

আরও পড়ুন :  সীতাকুন্ডে অস্ত্র কারখানায় সেনাবাহিনীর হানা, সরঞ্জামসহ গ্রেপ্তার ৪

সংসদ সচিবালয় সূত্রে জানা গেছে, আগামী ৩০ জানুয়ারি দ্বাদশ সংসদ অধিবেশন শুরু হবে। এর আগে হুইপদের নিয়োগ শেষ হবে। গত ১০ জানুয়ারি সংসদ সদস্যেদের শপথের দিন সরকারি দল থেকে জানানো হয়েছিল চিফ হুইপ পদে নূর-ই আলম চৌধুরী (লিটন) বহাল থাকছেন।

সেই ঘোষণা অনুযায়ী, চিফ হুইপসহ হুইপ নিয়োগের ফাইল সংসদ সচিবালয় থেকে প্রধানমন্ত্রীর দপ্তরে পাঠানো হয়েছে। সম্মতি মিললে রাষ্ট্রপতি হুইপদের নিয়োগ দেবেন। এরপর জারি হবে প্রজ্ঞাপন।

আরও পড়ুন :  চমেক হাসপাতালে কাতরাচ্ছেন চবির আহত শিক্ষার্থীরা

১৯৭২ সালের ‘দ্যা বাংলাদেশ (হুইপস) অর্ডার’ অনুযায়ী রাষ্ট্রপতি হুইপ নিয়োগ দেন। আইন অনুযায়ী সংসদে একজন চিফ হুইপ ও ছয়জন হুইপ থাকবেন। এক্ষেত্রে সাধারণত একজন নারী সংসদ সদস্য হুইপ থাকেন। সংরক্ষিত নারী আসনের নির্বাচনের পর ওই হুইপ পদে নিয়োগ হতে পারে বলে জানা গেছে।

সূত্র জানায়, হুইপ নিয়োগের পর জাতীয় সংসদের অধিবেশন কক্ষের আসন বণ্টন শুরু হবে। এরমধ্যেই সংসদের বিরোধী দলীয় নেতা ও উপনেতার স্বীকৃতি নিশ্চিত হবে।

আরও পড়ুন :  সিরাজ-দুলাল দুই ভাইয়ের কব্জায় কেজিডিসিএল!

এদিকে মাশরাফির হুইপ হতে যাওয়ার খবরে তার নির্বাচনী এলাকা নড়াইলে আনন্দ-উল্লাস করেছেন তার অনুসারী ও আওয়ামী লীগের নেতাকর্মীরা। সোমবার সন্ধ্যায় শহরের চৌরাস্তা, রূপগঞ্জে মুচিপোল এলাকার দলীয় নেতাকর্মীরা মিষ্টি বিতরণ করেন এবং পটকা-আতশবাজি ফুটিয়ে আনন্দ-উল্লাস করেন।

ঈশান/খম/সুপ

আরও পড়ুন