বৃহস্পতিবার- ৪ ডিসেম্বর, ২০২৫

ঘন কুয়াশার কারণে ঢাকার ৪ ফ্লাইট নামল চট্টগ্রামে

ঘন কুয়াশার কারণে ঢাকার ৪ ফ্লাইট নামল চট্টগ্রামে

ঘন কুয়াশার কারণে মধ্যপ্রাচ্যের মাসকাট, দুবাই, কুয়ালালামপুর ও দাম্মাম থেকে আসা হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরগামী চারটি ফ্লাইট চট্টগ্রামের শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করেছে। এছাড়া শিডিউল বিপর্যয় ঘটেছে ১১টি ফ্লাইটের।

বুধবার (২৪ জানুয়ারি) ভোর থেকে সকাল ৯টা পর্যন্ত ফ্লাইটগুলো ডাইভার্ট হয়ে চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে। শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরের নির্বাহী পরিচালক গ্রুপ ক্যাপ্টেন তাসলিম আহমেদ এ তথ্য নিশ্চিত করেছেন।

আরও পড়ুন :  এফ. এ. ক্রিয়েটিভ ফার্ম লিমিটেডের যুগপূর্তিতে দু‘দিনের উৎসব

ক্যাপ্টেন তাসলিম আহমেদ জানান, মঙ্গলবার দিবাগত রাতে মধ্যপ্রাচ্যের মাসকাট, দুবাই, কুয়ালালামপুর ও দাম্মাম বিমানবন্দর থেকে সালাম এয়ার, ইউএস-বাংলা ও বাংলাদেশ বিমানের চারটি ফ্লাইট আসে। ফ্লাইটগুলো ভোর ৪টা থেকে সোয়া ৫টার মধ্যে শাহজালাল বিমানবন্দরে অবতরণ করার কথা ছিল।

কিন্তু ঘন কুয়াশার কারণে রানওয়ে পাইলটের দৃষ্টি সীমায় না আসায় ঢাকা ছেড়ে চট্টগ্রামের শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে। সকাল ৯টা থেকে ফ্লাইটগুলো ঢাকা থেকে ফিরে আসা শুরু করে।

আরও পড়ুন :  বিচ্ছেদের দেড় মাসের মাথায় ফের এক হলেন আবু ত্বহা-সাবিকুন

এছাড়া শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ভোর ৪টার পর থেকে বিভিন্ন এয়ারলাইনসের কুয়ালালামপুর, গুয়াংজু, দুবাই, শারজাহ, দোহা, সিঙ্গাপুর থেকে আসা ১১টি ফ্লাইট ১ থেকে ৫ ঘণ্টা পর্যন্ত দেরিতে অবতরণ করেছে।

এর আগে মঙ্গলবার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরগামী কোনো ফ্লাইট ডাইভার্ট না হলেও আটটি ফ্লাইটের শিডিউল বিপর্যয় হয়েছে বলে জানান শাহ জালাল আন্তর্জাতিক বিমানবন্দরের নির্বাহী পরিচালক গ্রুপ ক্যাপ্টেন কামরুল ইসলাম।

আরও পড়ুন :  বৈদেশিক সরঞ্জাম কেনাকাটায় ইন্ডিয়ান কোম্পানির দাপট

ঈশান/খম/সুম

আরও পড়ুন

You cannot copy content of this page