বৃহস্পতিবার- ৬ নভেম্বর, ২০২৫

ফিলিস্তিনের কাছে বড় ব্যবধানে হারল বাংলাদেশ

ফিলিস্তিনের কাছে বড় ব্যবধানে হারল বাংলাদেশ

বিশ্বকাপ ও এশিয়ান কাপের বাছাইয়ে বৃহস্পতিবার (২১ মার্চ) রাতে ফিলিস্তিনের কাছে বড় ব্যবধানে হেরেছে বাংলাদেশ। যদিও জামাল ভূঁইয়াদের শুরুটা ছিল দারুণ।

৮৬ ধাপ এগিয়ে থাকা দলের বিপক্ষে চোখে চোখ রেখেই খেলছিল তারা। প্রতিপক্ষের আক্রমনের ঢেউ সামলে নিজেরাও গোলের সুযোগ তৈরি করছিল।

কিন্তু প্রথমার্ধের শেষ দিকে সব গড়বড় হয়ে যায়। পরপর দুই গোল হজম করে বসে দল। দ্বিতীয়ার্ধে হজম করে আরও তিন গোল। শেষ পর্যন্ত তাই ম্যাচ শেষে ৫-০ ব্যবধানের হারে বাংলাদেশ।

আরও পড়ুন :  কক্সবাজার যাওয়ার পথে প্রাণ হারালেন ৫ ভ্রমণপিপাসু

কুয়েতের জাবেদ আল-আহমাদ ইন্টারন্যাশনাল স্টেডিয়ামে অনুষ্ঠিত ম্যাচটিতে জয়ী দলের পক্ষে হ্যাটট্রিক করেছেন ওদেই দাবাঘ। জোড়া গোলের স্বাদ পেয়েছেন শেহাব কুম্বর।

ফিলিস্তিনের বিপক্ষে সপ্তম দেখায় এটিই বাংলাদেশের সবচেয়ে বড় হার। আগের ছয় ম্যাচে কখনই ২ গোলের বেশি হজম করেনি তারা।

চলমান বিশ্বকাপ বাছাইয়ে তিন ম্যাচ খেলে বাংলাদেশের এটি দ্বিতীয় হার। এর আগে অস্ট্রেলিয়ার মাঠে ৭-০ ব্যবধানে হেরে নিজেদের মিশন শুরু করলেও ঘরের মাঠে লেবাননের সঙ্গে ১-১ ড্র করছিল।

আরও পড়ুন :  অনিয়ম ও স্বেচ্ছাচারিতায় তছনছ চট্টগ্রাম-রাঙামাটি মোটর মালিক সমিতি

আগামী ২৬ মার্চ ফিলিস্তিনের বিপক্ষে ফিরতি পর্বের ম্যাচ বাংলাদেশের। বসুন্ধরা কিংস অ্যারেনায় অনুষ্ঠিত হবে ম্যাচটি।

ঈশান/খম/সুম

আরও পড়ুন

জনপ্রিয়

You cannot copy content of this page