মঙ্গলবার- ১৩ মে, ২০২৫

সাধ মেটালেন জয়া আহসান

সাধ মেটালেন জয়া

কাজের পাশাপাশি অভিনেত্রী জয়া আহসানের ঘরের খবর পেতেও মুখিয়ে থাকেন ভক্তরা। তিনি কবে বিয়ে করছেন, কেন একা থাকেন এসব জানার খুব শখ তাদের। তবে অভিনেত্রী মুখে কুলুপ এঁটে রাখায় সে স্বাদ মেটে না।

এবার ভক্তদের সাধ মেটাতে যেন মুখ খুলেছেন জয়া। সম্প্রতি একটি বেসরকারি টেলিভিশনে  বিয়ে ও বিচ্ছেদ নিয়ে কথা বলেছেন তিনি।

বিয়ে নিয়ে জয়া বলেন, বর্তমান জীবন খুবই এনজয় করছি। দেখুন, পরিবার তো শুধু স্বামী-স্ত্রীকেই ঘিরে নয়, অথবা পার্টনার হলেই হয় না, পরিবারে আরও অনেকেই আছে।

পরিবারে মা-বাবা আছেন, আমার বাড়িতে যেসব লোক কাজ করেন, তাঁরা আছেন। চারপেয়ে পোষ্য আছে। আমি এসব নিয়ে খুবই এনজয় করি।

একাকী জীবন যাপন নিয়ে এ অভিনেত্রী বলেন, আমি তো কোনো কিছু পরিকল্পনা করি না। যদি মনে করি যে সিঙ্গেল থেকে ডাবল হতে চাই, দরকার আছে, তখনই হব। তবে এই মুহূর্তে আমার কোনো পরিকল্পনা নেই। কারণ, আমি খুবই ভালো আছি, শান্তিতে আছি চারদিকে। আমার আপাতত কোনো প্ল্যান নেই।’

এদিকে প্রথমবারের মতো ওয়েব সিরিজে কাজ করতে যাচ্ছেন জয়া। এটি নির্মাণ করবেন মহানগর খ্যাত নির্মাতা আশফাক নিপুণ।

ঈশান/খম/সুম

আরও পড়ুন

No more posts to show

You cannot copy content of this page