সোমবার- ১৫ ডিসেম্বর, ২০২৫

প্রধানমন্ত্রীকে হত্যার হুমকি অভিযোগে চট্টগ্রামে মামলা

প্রধানমন্ত্রীকে হত্যার হুমকি অভিযোগে চট্টগ্রামে মামলা

ঙ্গবন্ধুকে নিয়ে কটুক্তি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হত্যার হুমকি দিয়ে ফেসবুকে স্ট্যাটাস দেয়ায় চট্টগ্রাম আদালতে তথ্য ও প্রযুক্তি আইনে মামলা দায়ের করেছেন মো. সেকান্দর নামে এক ব্যক্তি।

সোমবার (৬ মে) চট্টগ্রাম সাইবার ট্রাইব্যুনালের বিচারক জহিরুল কবির চৌধুরীর কাছে মামলাটি দায়ের করে। পরে দীর্ঘ শুনানি শেষে মামলাটি গ্রহণ করে ঘটনাটি কাউন্টার টেরোরিজম ইউনিটকে তদন্তের নির্দেশ দেওয়া হয়।

আরও পড়ুন :  চিকিৎসকদের অংশগ্রহণে চট্টগ্রামে অনুষ্ঠিত হবে কার্ডিকন‘২৫

বাদীর আইনজীবী জেলা পিপি অ্যাডভোকেট শেখ ইফতেখার সাইমুল চৌধুরী ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি জানান, সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক এবং মেসেঞ্জার এ মুহাম্মদ হারুন নামে আইডি থেকে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে উদ্দেশ্য করে এবং ভূজপুর স্থানীয় ছাত্রলীগ, যুবলীগ ও আওয়ামী লীগের নেতাকর্মীদের উদ্দেশে বিদ্বেষমূলক, জনস্বার্থ বিরোধী, হিংস্র প্রকৃতির বক্তব্য প্রদান করে।

আরও পড়ুন :  হাদির ওপর হামলার প্রতিবাদে উত্তাল চট্টগ্রাম

পরে ঘটনা উল্লেখ করে সাইবার নিরাপত্তা আইনে মামলা দায়ের করলে আদালত মামলাটি আমলে নিয়ে কাউন্টার টেররিজম চট্টগ্রামকে তদন্তের আদেশ দেন।

ঈশান/সুপ/মউ

আরও পড়ুন

You cannot copy content of this page