রবিবার- ৯ নভেম্বর, ২০২৫

‘নাতি-পুতি বাতিল করো, মেধা দিয়ে দেশ গড়ো’ চবি শিক্ষার্থীদের বিক্ষোভ

‘নাতি-পুতি বাতিল করো, মেধা দিয়ে দেশ গড়ো’ চবি শিক্ষার্থীদের বিক্ষোভ

রকারি চাকরিতে কোটা পদ্ধতি বাতিল ও মেধাভিত্তিক নিয়োগের পরিপত্র বহাল রাখাসহ চার দফা দাবিতে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ১নং গেটে চট্টগ্রাম-খাগড়াছড়ি মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থীরা।

বুধবার (৩ জুলাই) দুপুর ১২টার দিকে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় শহিদ মিনারের সামনে অবস্থান নেন শিক্ষার্থীরা। পরে তারা বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবন, বুদ্ধিজীবী চত্বর হয়ে ১নং গেট পর্যন্ত বিক্ষোভ মিছিল করে চট্টগ্রাম-খাগড়াছড়ি মহাসড়ক অবরোধ করে। শিক্ষার্থীরা এ সময় নাতি-পুতি বাতিল করো, মেধা দিয়ে দেশ গড়ো স্লোগান দেন।

আরও পড়ুন :  জাহাজ কেনায় শওকত আলী চৌধুরীর রহস্যময় লেনদেন

শিক্ষার্থীদের ভাষ্য, কোটা পদ্ধতির মাধ্যমে আমাদের সাধারণ মেধাবি শিক্ষার্থীদের ওপর জুলুম করা হচ্ছে। এটা স¤পূর্ণ অবৈধ ও অন্যায় সিদ্ধান্ত। কোটার মাধ্যমে আমাদের মেধার অবমূল্যায়ন করে বিশেষ গোষ্ঠীকে অতিরিক্ত সুবিধা দেওয়া হচ্ছে যা আমরা মানি না। আমাদের সুনির্দিষ্ট চারটি দাবি রয়েছে। এসব দাবি মানা না হলে আমরা কঠোর আন্দোলনে যেতে বাধ্য হব।

আরও পড়ুন :  মতি ভাইকে সাংবাদিকতা ছেড়ে রাজনীতি করার আহ্বান

দাবিগুলো হলো- ২০১৮-এর পরিপত্র বহাল সাপেক্ষে কমিশন গঠন করে দ্রুত সময়ের মধ্যে সরকারি চাকরিতে (সব গ্রেডে) অযৌক্তিক ও বৈষম্যমূলক কোটা বাদ দিতে হবে। সংবিধান অনুযায়ী কেবল অনগ্রসর ও সুবিধাবঞ্চিত জনগোষ্ঠীর কথা বিবেচনা করা যেতে পারে।

সরকারি চাকরির নিয়োগ পরীক্ষায় কোটা সুবিধা একাধিকবার ব্যবহার করা যাবে না। কোটায় যোগ্য প্রার্থী না পাওয়া গেলে শূন্য পদগুলোয় মেধা অনুযায়ী নিয়োগ দিতে হবে। দুর্নীতিমুক্ত, নিরপেক্ষ ও মেধাভিত্তিক আমলাতন্ত্র নিশ্চিত করতে কার্যকর ব্যবস্থা নিতে হবে।

আরও পড়ুন :  শুভেচ্ছা সফরে চট্টগ্রাম বন্দরে পাকিস্তান নৌবাহিনীর জাহাজ

সাধারণ শিক্ষার্থীরা এ সময় আগামীকাল সকাল ১০টা বিশ্ববিদ্যালয়ের শহিদ মিনার চত্বরে পরবর্তি অবস্থান কর্মসূচি ও ছাত্রসমাবেশ করার ঘোষনা দেন। তবে দাবি পূরণ করা না হলে পুনরায় মহাসড়ক অবরোধ করারও হুঁশিয়ারি দেন শিক্ষার্থীরা।

ঈশান/খম/সুপ

আরও পড়ুন

You cannot copy content of this page