রবিবার- ৭ সেপ্টেম্বর, ২০২৫

সাংবাদিককে প্রাণনাশের হুমকি

বাঁশখালীর সাবেক এমপি মোস্তাফিজের বিরুদ্ধে মামলা

বাঁশখালীর সাবেক এমপি মোস্তাফিজের বিরুদ্ধে মামলা

দৈনিক চট্টগ্রাম মঞ্চ পত্রিকার বাঁশখালী প্রতিনিধি ও বাঁশখালী প্রেসক্লাবের সভাপতি শফকত হোসাইন চাটগামীকে প্রাণনাশের হুমকির ঘটনায় চট্টগ্রামের বাঁশখালী আসনের সাবেক সংসদ সদস্য মোস্তাফিজুর রহমান চৌধুরীর আদালতে মামলা দায়ের করা হয়েছে।

বৃহ¯পতিবার (৪ জুলাই) বিকেলে বাঁশখালী সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে এ মামলা দায়ের করেন ভুক্তভোগী সাংবাদিক শফকত হোসাইন চাটগামী। মামলা নং ৯৮৯/২৪)। বিষয়টি নিশ্চিত করেছেন চট্টগ্রাম জজকোর্টের আইনজীবী অ্যাডভোকেট মোশাররফ হোসাইন খান।

তিনি বলেন, সাংবাদিক শফকত হোসাইন চাটগামী সাবেক এমপির হুমকিতে নিরাপত্তাহীনতায় রয়েছেন। তার জীবন হুমকির মুখে। তাই তিনি আদালতের কাছে প্রতিকার চেয়েছেন। আদালত তার মামলা আমলে নিয়েছেন।

আরও পড়ুন :  মিলাদুন্নবীর (সা.) জুলুসে দু‘জনের মৃত্যু, ৬ জন হাসপাতালে

মামলা সূত্রে জানা যায়, গত ২৯ জুন বাংলাদেশ আওয়ামী লীগের ৭৫ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বাঁশখালী উপজেলা সদরে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় উপজেলা আওয়ামী লীগের সাধারণ স¤পাদক আব্দুল গফুর সভাপতির বক্তব্য দিতে গিয়ে বলেন, সাবেক এমপি মোস্তাফিজুর রহমান চৌধুরীর মাননীয় প্রধানমন্ত্রী ও দলীয় সভানেত্রী জননেত্রী শেখ হাসিনাকে বুঝাতে চেষ্টা করেছেন নিজের বাড়ি না করে সাবেক এমপি মোস্তাফিজুর রহমান দলীয় কার্যালয় নির্মাণ করেছেন। অথচ এটি স¤পূর্ণ মিথ্যা ও ভন্ডামি।

আরও পড়ুন :  ইয়া নবী সালাম আলাইকা-ধ্বনিতে মুখরিত চট্টগ্রাম

সাবেক এমপি বিগত দিনে আওয়ামী লীগকে নিজের আখের গোচানোর হাতিয়ার হিসেবে ব্যবহার করেছিলেন উল্লেখ করে আবদুল গফুর বলেন, আগামীতে উপজেলা আওয়ামী লীগকে নিয়ে আর ছিনি মিনি খেলতে দেয়া হবে না। এই বক্তব্যটি অন্যান্য পত্রিকার ন্যয় ৩০ জুন (রবিবার) দৈনিক চট্টগ্রাম মঞ্চ প্রকাশ করে। এরই সূত্র ধরে ওই দিন ৩০ জুন বিকাল ৫.৩৩ মিনিটে মোবাইল ফোনে সাংবাদিক শফকত হোসাইন চাটগামীকে অকথ্য ভাষায় গালিগালাজ করে হত্যার হুমকি দেন বাঁশখালীর সাবেক এমপি মোস্তাফিজুর রহমান।

আরও পড়ুন :  চবির শিক্ষার্থীদের সঙ্গে সংঘর্ষে চিহ্নিত ৯ অস্ত্রধারী

মামলার বাদী শফকত হোসাইন চাটগামী জানান, আমি সাবেক এমপির হুমকিতে নিরাপত্তাহীন। আমার জীবন হুমকির মুখে। আমি আদালতের কাছে প্রতিকার চেয়েছি। আদালত আমার মামলা আমলে নিয়েছেন।

ঈশান/মখ/সুপ

আরও পড়ুন