সোমবার- ১৯ জানুয়ারি, ২০২৬

রাজকীয় আনুষ্ঠানিকতা শেষে আজ আম্বানি পুত্র অনন্তের বিয়ে!

রাজকীয় আনুষ্ঠানিকতা শেষে আজ আম্বানি পুত্র অনন্তের বিয়ে!

দীর্ঘ ৭ মাস ধরে উদযাপিত হচ্ছে অনন্ত-রাধিকার বিয়ের আনুষ্ঠানিকতা। অবশেষে আজ (শুক্রবার) বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন ধনকুবের মুখেশ আম্বানির পুত্র অনন্ত। এক্ষেত্রে আনুষ্ঠানিকতার শুরু থেকেই পরিবারটি আয়োজনের কোনো কমতি রাখেননি। এমনকি তাদের প্রোগ্রামে এসে মঞ্চ মাতিয়েছিলেন রিহানা ও জাস্টিন বিবারের মতো তারকারা। বলিউড তারকা ছাড়াও অতিথি তালিকায় ছিল বিল গেটস, মার্ক জাকারবার্গের মতো ধনকুবেরও।

গত বছরের ২৯ ডিসেম্বর রাজস্থানের উত্তরাঞ্চলের এক মন্দিরে রাধিকাকে বিয়ের প্রস্তাব দেন অনন্ত। সেখানে তার পরিবার ও ঘনিষ্ঠ বন্ধুরাও উপস্থিত ছিলেন। এরপর ১৮ জানুয়ারি রাধিকার হাত মেহেদিতে রাঙিয়ে উদযাপন করা হয় মেহেদি উৎসব। ঠিক এর পরের দিনেই রাখা হয় এনগেইজমেন্ট পার্টি। সেখানে উপস্থিত ছিলেন ঐশ্বরিয়া রাই, দীপিকা পাডুকোন, রণবীর সিংয়ের মতো বলিউড তারকারা।

মূল বিয়ের প্রায় চার মাস আগে গুজরাটের জামনগরে অনুষ্ঠিত হয় প্রাক-বিবাহ অনুষ্ঠান। যাতে অংশ নেয় প্রায় ১২০০ জন অতিথি। ১০০ জন স্বনামধন্য শেফের মাধ্যমে প্রস্তুত করা হয় প্রায় ৫০০ রকমের খাবার। আতশবাজির সাথে সাথে সন্ধ্যায় মঞ্চ মাতান বিশ্ববিখ্যাত সংগীতশিল্পী রিহানা।

আরও পড়ুন :  চট্টগ্রামে তারেক রহমানের জনসভা রবিবার

জাকারবার্গ, বিল গেটস ছাড়াও সাবেক মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্পের কন্যা ইভাঙ্কা প্রাক-বিবাহের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। আর এই প্রাক-বিবাহ উপলক্ষে জামনগরের বাইরে প্রায় ৫০ হাজার গ্রামবাসীর জন্য রাতের খাবারের আয়োজন করা হয়।

পালেমারো থেকে যাত্রা শুরু করে ইতালিয়ান শহর রোমে গিয়ে শেষ হয় অনন্ত-রাধিকার চারদিনের বিলাসবহুল ক্রুজ পার্টি। এছাড়াও বেশ কয়েকটি জায়গায় স্টপেজও ছিল। এরমধ্যে কানে একটি গ্র্যান্ড ম্যানসনে অতিথিদের জন্য সংগীত পরিবেশন করেন কেটি পেরি। যদিও ক্রুজ পার্টিতে ফোনে ভিডিওধারণে ব্যাপকভাবে নিষেধাজ্ঞা ছিল। তবুও সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যায় সেখানে পারফর্ম করেছেন পিটবুল, ডেভিড গুয়েটা, ব্যাকস্ট্রিট বয়েজ।

আরও পড়ুন :  চট্টগ্রামে চেয়ারম্যানের বাড়িতে অস্ত্রের গুদাম, গ্রেফতার ২ ভাই

গত ২ জুলাই আম্বানির পরিবারের পক্ষ থেকে মুম্বাই থেকে ৭০ কিলোমিটার দূরে পালঘরে গণবিবাহের আয়োজন করা হয়। যেখানে ৫০ জন সুবিধাবঞ্ছিত দম্পতিকে স্বর্ণের গহনা থেকে শুরু করে বছরব্যাপী ব্যবহারের মতো ঘরের নিত্য প্রয়োজনীয় পণ্য উপহার দেওয়া হয়। এরও কিছুদিন পর ‘নীতা মুকেশ আম্বানি কালচারাল সেন্টার’-এ সঙ্গীতানুষ্ঠানের আয়োজন করা হয়। যেখানে পারফর্ম করেন তারকা জাস্টিন বিবার।

গত ৮ জুলাই সোমবার অনুষ্ঠিত হয় অনন্ত-রাধিকার হলুদ সন্ধ্যা। এই অনুষ্ঠানটি কিছুটা পারিবারিক আবহেই অনুষ্ঠিত হয়। যদিও পরবর্তীতে প্রকাশিত ছবিতে দেখা যায়, সকলে হলুদ রঙের পোশাক পরেছিলেন। যেখানে কনে রাধিয়ার কস্টিউম ডিজাইন করেন অনামিকা খান্না। আর বর অনন্তের আকর্ষণীয় কুর্তা আর জ্যাকেট পোশাক ডিজাইন করেন সন্দীপ খোসলা।

আরও পড়ুন :  এনসিপি নেতা হাসনাত আবদুল্লাহ ও মাহিনের ওপর হামলা

আজ ১২ জুলাই (শুক্রবার) জিও ওয়ার্ল্ড কনেভেনশন সেন্টারে অনুষ্ঠিত হচ্ছে অন্তত-রাধিকার বিয়ের অনুষ্ঠান। যেখানে ঐতিহ্যবাহী ভারতীয় পোশাকে অংশ নেবেন ১৬ হাজার অতিথি। গুঞ্জন রয়েছে যে, এই অনুষ্ঠানে পারফর্ম করবেন লানা ডেল রে, অ্যাডেল, ড্রেকের মতো তারকা।

বিয়ের পরবর্তী দিন অর্থাৎ আগামীকাল ১৩ জুলাই (শনিবার) অনুষ্ঠিত হবে ‘শুভ আশীর্বাদ’ অনুষ্ঠান। যেখানে নববিবাহিত দম্পতিরা নিজেদের ঘনিষ্ঠ প্রবীণদের কাছে থেকে আশীর্বাদ চেয়ে থাকেন। সেখানে দম্পতিদের ওপর গোলাপের পাপড়ি অথবা চাল ছিটানো হয়।

দীর্ঘ ৭ মাস ধরে চলা অনন্ত রাধিকার বিয়ের আনুষ্ঠানিকতা শেষ হবে আগামি ১৪ জুলাই ‘মঙ্গল উৎসব’ বা বরণের মধ্যে দিয়ে। এক্ষেত্রে আশীর্বাদ ও বরণের অনুষ্ঠান দুটি আয়োজিত হবে আম্বানির ২৭ তলা বিলাসবহুল বাড়ি এন্টিলিয়াতে।

অনুবাদ: খম/সুপ

আরও পড়ুন

You cannot copy content of this page