রবিবার- ৭ সেপ্টেম্বর, ২০২৫

কোটা সংস্কার আন্দোলনে নাশকতা

চট্টগ্রামে ২৭ মামলায় আসামি ১৭ হাজার, গ্রেপ্তার ৭০৩

চট্টগ্রামে ২৭ মামলায় আসামি ১৭ হাজার, গ্রেপ্তার ৭০৩

কোটা সংস্কার আন্দোলনে নাশকতার ঘটনায় চট্টগ্রামে এ পর্যন্ত ২৭টি মামলা দায়ের করা হয়েছে। এসব মামলায় আসামি করা হয়েছে ১৭ হাজার জনকে। েেগ্রপ্তার করা হয়েছে ৭০৩ জনকে।

বুধবার (২৪ জুলাই) সন্ধ্যায় এ তথ্য জানান চট্টগ্রাম মেট্টোপলিটন পুলিশের (সিএমপি) মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের অতিরিক্ত উপ-কমিশনার (এডিসি) কাজী মো. তারেক আজিজ।

তিনি বলেন, কোটা আন্দোলনে হত্যা, দাঙ্গা, সন্ত্রাসী কার্যক্রম ও নাশকতার ঘটনায় চট্টগ্রাম মহানগরে ১৬টি এবং জেলায় ১১টি মামলা দায়ের হয়েছে। এর মধ্যে পানি উন্নয়ন বোর্ড কার্যালয় ভাঙচুর, হত্যাচেষ্টা, মোটরসাইকেলে অগ্নিসংযোগ ও বিস্ফোরণের ঘটনায় নতুন একটি মামলা হয়েছে আজ বুধবার।

আরও পড়ুন :  ইয়া নবী সালাম আলাইকা-ধ্বনিতে মুখরিত চট্টগ্রাম

সবগুলো মামলায় ১৭ হাজারের মতো আসামি করা হয়েছে। এসব মামলায় গত ২৪ ঘণ্টায় ৪৬ জনসহ চট্টগ্রাম মহানগর থেকে মোট ৩৭৩ জনকে গ্রেপ্তার করা হয়েছে।

চান্দগাঁও থানার ওসি মো. জাহিদুল কবির বলেন, পানি উন্নয়ন বোর্ড কার্যালয় ভাঙচুর, হত্যাচেষ্টা ও ককটেল বিস্ফোরণের ঘটনায় একটি মামলা দায়ের করা হয়েছে। এতে ৭০০ জনকে আসামি করা হয়েছে। আসামিদের গ্রেপ্তারে পুলিশ অভিযানে নেমেছে।

আরও পড়ুন :  ঈদে মিলাদুন্নবীর (সা.) আবহে সাজলো চট্টগ্রাম

অন্যদিকে চট্টগ্রাম জেলার অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) আবু তৈয়ব মো. আরিফ হোসেন জানান, চট্টগ্রামে কোটা আন্দোলন ঘিরে হামলা-ভাঙচুরের ঘটনায় ১১টি মামলা করা হয়েছে। এসব মামলায় গত ২৪ ঘণ্টায় ৫৭ জনসহ মোট ৩৩০ জনকে গ্রেপ্তার করা হয়েছে।

চট্টগ্রাম জেলা পুলিশ সুপার কে এম শফিউল্লাহ বলেন, বিভিন্ন নাশকতামূলক কর্মকান্ডে জড়িত থাকার সু¯পষ্ট তথ্য প্রমাণের ভিত্তিতেই আসামিদের গ্রেপ্তার করা হয়েছে। এছাড়াও সহিংস ঘটনার ভিডিও ফুটেজ পর্যালোচনা করে অন্যান্য আসামিদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত আছে বলেও জানান তিনি।  

আরও পড়ুন :  চবির শিক্ষার্থীদের সঙ্গে সংঘর্ষে চিহ্নিত ৯ অস্ত্রধারী

ঈশান/খম/সুম

আরও পড়ুন