সোমবার- ১৯ জানুয়ারি, ২০২৬

খালেদাসহ মিথ্যা মামলায় আটক সব বন্দিকে মুক্তি দেওয়া হবে: রাষ্ট্রপতি

খালেদাসহ মিথ্যা মামলায় আটক সব বন্দিকে মুক্তি দেওয়া হবে: রাষ্ট্রপতি

বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে বিভিন্ন মিথ্যা মামলা আটক সব বন্দিকে মুক্তি দেওয়া হবে বলে জানিয়েছেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন চুপ্পু।

সোমবার (৫ আগস্ট) রাত সোয়া ১১টার দিকে জাতির উদ্দেশে দেওয়া এক ভাষণে তিনি এসব কথা বলেন। এছাড়া বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নিহতদের পরিবারকে ক্ষতিপূরণ প্রদান ও আহতদের সুচিকিৎসার প্রয়োজনীয় সহায়তা দেওয়া হবে বলে জানান রাষ্ট্রপতি।

আরও পড়ুন :  চট্টগ্রামে ৩৩০ সন্ত্রাসীর প্রবেশে নিষেধাজ্ঞা (তালিকা দেখুন)

রাষ্ট্রপতি তার ভাষণে বলেন, দেশের আইনশৃঙ্খলা স্বাভাবিক করতে এবং লুটতরাজ, ধ্বংসাত্মক কর্মকাণ্ড বন্ধ করতে রাজনৈতিক দলগুলোর প্রতি আহ্বান জানাচ্ছি। জনগণের জানমাল ও রাষ্ট্রীয় সম্পদ রক্ষায় সশস্ত্র বাহিনীকে কঠোর পদক্ষেপ নেওয়ার নির্দেশ প্রদান করছি।

সাহাবুদ্দিন বলেন, সাম্প্রদায়িক সম্প্রীতি ও সংখ্যালঘুদের নিরাপত্তা নিশ্চিত করতে এবং সরকারি সম্পদ রক্ষার্থে সকলকে এগিয়ে আসার আহ্বান জানাচ্ছি। দেশের অর্থনীতি, প্রশাসন, শিল্প কলকারখানা চালু রাখার লক্ষ্যে সকলকে কার্যকর ভূমিকা রাখার আহ্বান জানাচ্ছি।

আরও পড়ুন :  সন্দ্বীপের সঙ্গে যুক্ত হলো ভাসানচর

অন্তর্বর্তীকালীন সরকার গঠন প্রসঙ্গে তিনি বলেন, অতি দ্রুত জাতীয় নির্বাচন আয়োজনে উদ্যোগ নেওয়া হবে। সংবিধান অনুযায়ী অনতিবিলম্বে সংসদ ভেঙে দেওয়া হবে। তিনি বলেন, দেশের এই পরিস্থিতিতে অর্থনীতির চাকা সচল রাখতে সকল কলকারখানা খুলে দেওয়ার ব্যাপারে প্রশাসনসহ সকলকে আহ্বান জানাই। অফিস-আদালতও চলবে। এছাড়া ছাত্র নেতৃবৃন্দ ও শিক্ষকদের সঙ্গে আলোচনা করে শিক্ষাপ্রতিষ্ঠান খুলে দেওয়া হবে।

আরও পড়ুন :  চট্টগ্রামে তারেক রহমানের জনসভা রবিবার

রাষ্ট্রপতির ভাষণের সময় সেনাবাহিনীর প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান, নৌবাহিনীর প্রধান এডমিরাল এম নাজমুল হাসান ও বিমান বাহিনী প্রধান এয়ার মার্শাল হাসান মাহমুদ খাঁন উপস্থিত ছিলেন।

ঈশান/খম/সুম

আরও পড়ুন

You cannot copy content of this page